কুমিল্লা-রাজশাহী নয়, বৃষ্টিই খেলল বিপিএলের প্রথম দিনে
বৃষ্টিই দাপট দেখাল বিপিএলের প্রথম দিনে। বাংলাদেশের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মাঠেই গড়াতে পারল না দুটি ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করে নিতে হলো কুমিল্লা ভিক্টোরিয়ানস, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স ও খুলনা টাইটানসকে। ফলে এক ম্যাচ শেষে সবার ঘরেই জমা হলো ১ পয়েন্ট।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আজ শুক্রবার সারা দিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে। কুমিল্লা ও রাজশাহীর মধ্যকার প্রথম ম্যাচটিও মাঠে গড়াতে পারেনি বৃষ্টির কারণে। দুপুর ২টায় নির্ধারিত সময়ে টস হয়ে গেলেও শুরু করা যায়নি ব্যাট-বলের লড়াই। শেষপর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন আম্পায়াররা।
সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হওয়ার কথা ছিল রংপুর ও খুলনার মধ্যকার দ্বিতীয় ম্যাচটি। ক্ষণিকের জন্য বৃষ্টি থামায় আশা জেগেছিল ক্রিকেটপ্রেমীদের মনে। কিন্তু কিছুক্ষণ পরে আবার বৃষ্টি শুরু হওয়ায় ভেস্তে গেছে এই ম্যাচটিও। ৯টা ২৫ মিনিটে মাঠ পরিদর্শনের পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।
বৃষ্টির বাধায় আগামীকাল শনিবারের ম্যাচগুলোও ঠিকঠাক অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও থাকছে শঙ্কা। বিপিএলের দ্বিতীয় দিনে দুপুর ২টায় মাঠে নামার কথা বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংসের। আর সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ঢাকা ডায়নামাইটস।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন