কুয়েটের আরও ৫ শিক্ষক সাময়িক বরখাস্ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আরও ৫ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) অভিযুক্তদের চিঠির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়েছে।
গত ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতির অভিযোগে এ সিদ্ধান্ত হয়। এর আগে ৯৪তম সিন্ডিকেট সভায় ২ শিক্ষকসহ ৯ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
বরখাস্ত ৫ শিক্ষক হলেন, মানবিক ও ব্যবসায় বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা, আইইএম বিভাগের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, বিইসিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইকরামুল হক, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মন্ডল এবং মানবিক ও ব্যবসায় বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।
কুয়েটের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব আনিসুর রহমান ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ উপায়ে নিয়োগ এবং পদোন্নতি পাওয়ার অভিযোগ ওঠা এ সব শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর ফলে বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। বৈঠকে তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন