কুয়েটের আরও ৫ শিক্ষক সাময়িক বরখাস্ত


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আরও ৫ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) অভিযুক্তদের চিঠির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়েছে।
গত ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতির অভিযোগে এ সিদ্ধান্ত হয়। এর আগে ৯৪তম সিন্ডিকেট সভায় ২ শিক্ষকসহ ৯ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
বরখাস্ত ৫ শিক্ষক হলেন, মানবিক ও ব্যবসায় বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা, আইইএম বিভাগের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, বিইসিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইকরামুল হক, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মন্ডল এবং মানবিক ও ব্যবসায় বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।
কুয়েটের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব আনিসুর রহমান ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ উপায়ে নিয়োগ এবং পদোন্নতি পাওয়ার অভিযোগ ওঠা এ সব শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর ফলে বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। বৈঠকে তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













