কুষ্টিয়ার মহাসড়কে ট্রাক উল্টে নিহত ৩ যাত্রী
কুষ্টিয়া শহরে ভুট্টা বোঝায় ট্রাক উল্টে একটি অটোরিকশাকে চাপা দিলে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশের সঙ্গে সাধারণ মানুষ যোগ দিয়ে হাতহতদের উদ্ধার করে। এ সময় কুষ্টিয়া-খুলনা মহাসড়কের প্রায় ৫ কিলোমিটারের বেশি এলাকায় যানজট তৈরি হয়।
পুলিশ জানায়, ভুট্টা বোঝায় একটি ট্রাক ঝিনাইদহ থেকে কুষ্টিয়া শহরের দিকে আসছিল। পথে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, সন্ধ্যার দিকে ডিসি অফিসের সামনের রাস্তায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে তিনজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় এখনো যায়নি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন