কুষ্টিয়ায় আ.লীগের দুপক্ষে সংঘর্ষে নিহত ২
আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়া সদর উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। এদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- ইমান আলী ও শাহাবুদ্দিন। আহতদের নামপরিচয় জানা যায়নি।
ঝাউদিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার জানান, ভোর থেকে ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থিত সুজা মেম্বার এবং মজিদ মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে ইমাম আলী ও শাহাবুদ্দিন নামে দুইজন নিহত ও গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, নিহতরা কোন পক্ষের কর্মী তা জানা যায়নি। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন