কুষ্টিয়ায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই , পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া মাঠে গরু ব্যবসায়ীর ৯ লক্ষ টাকা ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারীরা। এসময় পুলিশ ছিনতাইকারী গুলি বিনিময়ে এক ছিনতাইকারী আহত হয়েছে। পুলিশ অপর এক ছিনতাইকারীকে আটক করেছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
দৌলতপুর থানা পুলিশ জানায়, সোমবার রাত ৯ টার দিকে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের ফাঁকা মাঠের মধ্যে একদল ছিনতাইকারী সড়কের উপরে কাঠের গুঁড়ি দিয়ে গরু ব্যবসায়ীদের তিনটি শ্যালোমেশিন চালিত আলগামনের গতিরোধ করে অস্ত্রের মুখে আট লক্ষ তিরানব্বই হাজার টাকা ছিনতাই করে নেয়। এ সময় গরু ব্যবসায়ীদের চিৎকারে পাশ্ববর্তী এলাকায় টহলরত পুলিশ ছুটে এসে ছিনতাইকারীদের চ্যালেঞ্জ করলে ছিনতাইকারীরা পুলিশ কে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশ পাল্টা গুলি চালালে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ পাশ্ববর্তী তামাক ক্ষেত থেকে গুলিবিদ্ধ অবস্থায় সালাম (৩২) নামে এক ছিনতাইকারীকে আটক করে। এবং সালামের দেয়া তথ্যের ভিত্তিতে শরিফুল (৪৫) নামে আরেকজন কে গ্রেফতার করে পুলিশ। তবে, ছিনতাই হওয়া টাকা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা করেছে পুলিশ। দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর জানান, ছিনতাইকারীরা ১৫ রাউন্ড গুলি চালায়। এর জবাবে পুলিশ ১৩ রাউন্ড গুলি বর্ষণ করেছে। এছাড়া অন্য ছিনতাইকারীদের গ্রেফতার ও টাকা উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন

১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন