বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কুষ্টিয়ায় জাসদ-আওয়ামী লীগ সংঘর্ষ, বোমাবাজি, আহত ৩০

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ ও জাসদ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদেরকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও হাসপাতালে ভর্তি আহতদের সূত্রে জানা গেছে, স্বামী পরিত্যাক্ত এক নারীর সাথে সম্পর্কের জের ধরে স্থানীয় জাসদ কর্মী রাজা মেম্বর ও আওয়ামী লীগ কর্মী ঝন্টু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সন্ধ্যায় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আবারও তারা বাকবিতন্ডায় জড়িয়ে পরে। একপর্যায়ে লাঠিসোঁটা, রামদা ও হাসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ব্যাপক ইটপাটকেল নিক্ষেপসহ সেখানে চার থেকে পাচটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে রামদা হাসুয়ার কোপে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জেনারেল হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে রয়েছে, জুব্বার আলী (৫৫), মোবারক আলী (৩৮), সৈাহেল রানা (২৩), ঝন্টু মিয়া (৪২), মোহাম্মদ আলী (৩৯), তাহাজ উদ্দীন (৪৮), আবু জোয়াদ্দার (৩২)। বাকিদের নাম তাৎক্ষনিক ভাবে পাওয়া যায়নি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রাজিব শাহরিয়ার বলেন, আহতদের সবার হাতে, পায়ে, বুকে ও পেটে কোপের আঘাত দেখা গেছে। এর মধ্যে ৫ জনের অবস্থা খবুই গুরতর। তাদের অন্ত্রপচার কক্ষে নেওয়া হয়েছে।

আহত মোবারক বলেন, এলাকায় এক নারীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে মঙ্গলবার বিকেলে বিরোধী পক্ষ অর্তকিত হামলা চালিয়ে কোপাতে থাকে। ৫টি বোমার বিস্ফোরণ ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন বলেন, দুইপক্ষে সংঘর্ষে ২০ এর অধিক মানুষ আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সেখানে আরও পুলিশ পাঠানো হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী বলেন, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া সন্ত্রাসীরা তাদের কর্মীদের ওপর হামলা চালায়। এতে জাসদের বেশ কিছু নেতা কর্মী আহত হয়েছেন। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের দাবি, আওয়ামী লীগের কোন কর্মী এই সংঘর্ষে জড়িত নয়। জাসদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে শুনেছি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !

অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন

১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু

বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন

  • গ্রেপ্তার আমির আইয়ুবের স্ত্রী তিথি
  • কুষ্টিয়ায় ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • মানসিকভাবে প্রস্তুতি নিন, আপনাকে গুলি করা হবে
  • কুষ্টিয়ায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই , পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত
  • কুষ্টিয়ায় ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত
  • কুষ্টিয়ায় শ্রমিক সর্দারকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা
  • কুষ্টিয়ায় মাহফিলে যাওয়ার পথে নিহত দুই বাসযাত্রী, আহত ৪৭
  • কুষ্টিয়ায় ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
  • কুষ্টিয়ায় বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করলেন পাষন্ড স্বামী
  • দৌলতপুরের সড়ক গুলো শ্যালো ইঞ্জিনের তৈরী অদ্ভুত পরিবহনের দখলে
  • দৌলতপুরে প্রাইভেটকার সহ ২‘শ বোতল ফেনসিডিল উদ্ধার
  • কলার ভেতরে বিষ দিয়ে শিশুকে হত্যা!