কুষ্টিয়ায় ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সেলিম মোল্লা (৩২) নামের যুবক নিহত হয়েছেন। তিনি ডাকাত ছিলেন বলে ডিবি জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শেয়ালা-আদাবাড়িয়া মোড়ে রাস্তার পাশের মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে গোয়েন্দা পুলিশ জানতে পারে, ওই মাঠে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে সেলিম মোল্লা গুলিবিদ্ধ ও তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে আহত ডাকাত সদস্যকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ডিবি সদস্যরা দুটি এলজি, দুটি রামদা উদ্ধার করেছেন।
নিহত সেলিম মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামে।
কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান জানিয়েছেন, নিহত ডাকাত সেলিম মোল্লার বিরুদ্ধে দুটি হত্যা মামলা, ডাকাতিসহ অন্তত এক ডজন মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন