কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত সোয়া দু’টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং মন্ডল ফিলিং স্টেশন এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
এঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারাল অস্ত্র উদ্ধার করেছে।
কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের মন্ডল ফিলিং স্টেশনের কাছে ৭/৮জনের একদল ডাকাত গাছের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এ সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধঘণ্টা ধরে বন্দুকযুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয় আমিরুল। আহত হন ডিবি পুলিশের ৪ সদস্য।
পরে তাদেরকে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করেন।
পুলিশের দাবী নিহত আমিরুল চরমপন্থী সংগঠন গণবাহিনীর আঞ্চলিক কমান্ডার এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার সোনাইডাঙ্গা গ্রামের জবের মিস্ত্রির ছেলে।
তার বিরুদ্ধে হত্যা, গুম, অপহরণসহ ৭টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন