কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত,পাঁচ পুলিশ সদস্য আহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর-ভেড়ামারা সড়কের গোবিন্দগুনিয়া নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুজন ডাকাত নিহত হয়েছেন। তবে তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন।
কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহম্মেদ জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর এলাকার মিরপুর-ভেড়ামারা সড়কের গোবিন্দগুনিয়া নামক স্থানে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ সেখানে গেলে ডাকাতদলের সদস্যরা পুলিশের দলটির ওপর গুলি চালায় এবং বোমার বিস্ফোরণ ঘটায়।
এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের দুই ডাকাত সদস্য নিহত হন। অন্যরা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে একটি পিস্তল, তিনটি বোমা, একটি রামদা, একটি হাসুয়া এবং গাছ কাটার করাত উদ্ধার করে।
নিহত ডাকাতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
পুলিশ জানায়, বন্দুকযুদ্ধের সময় আহত পুলিশ সদস্যদের কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন