কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি নেতা নিহত
কুষ্টিয়া শহরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির আঞ্চলিক কমান্ডার কুলু মোল্লা (৩০) নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের কবুরহাটে এ ঘটনা ঘটে। কুলু মোল্লা শহরের খাজানগর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে।
কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাব্বিরুল ইসলাম বলেন, রাতে কবুরহাটের সোবাহান শেখের ধানের চাতালের পেছনে জেএমবি সদস্যরা বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় কুলু মোল্লাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, কুলু মোল্লা কুষ্টিয়ার আলোচিত হোমিও চিকিৎসক সানোয়ার হত্যা হামলার অন্যতম আসামি। সোমবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত ২০ মে শহরের মজমপুর থেকে দাতব্য চিকিৎসালয়ে যাওয়ার পথে বালিয়াশিশা মাঠে দুর্বৃত্তদের হাতে খুন হন সানোয়ার।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন