কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত
কুষ্টিয়ার ভেড়ামারার বারো মাইল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। তাঁর নাম আবদুস সালাম (৫০)। এ ঘটনা আহত হয়েছেন চারজন।
গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসে ডাকাতি হচ্ছে, এমন খবর পেয়ে র্যাব ১২-এর বারো মাইল এলাকায় অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাতদল র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি করলে ডাকাতদলের পাঁচজন আহত হয়। আহতদের আটক করে র্যাব। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি রিভলবার, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, আটটি গুলি, দুটা চাপাতি, একটি ছুরিসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম।
র্যাব-১২ কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পাঁচ ডাকাতকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ আবদুস সালামকে মৃত ঘোষণা করেন। অন্য চার ডাকাত খোকন, আলমগীর, আইনাল ও দেলোয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে ভেড়ামারা থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন