কুষ্টিয়ায় শ্রমিক সর্দারকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে বজলুর রহমান মজনু (৩৫) নামে এক শ্রমিক সর্দারকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ নিহতের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠিয়েছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, উপজেলার আল্লারদর্গাস্থ বিশ্বাস এগ্রোর শ্রমিক সর্দার ও পাশ্ববর্তী চামনাই গ্রামের খোদা বক্সের ছেলে মজনুকে রবিবার সন্ধ্যায় ৫/৭ জন দুর্বৃত্ত বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়। মজনুর পরিবার অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে দৌলতপুর থানায় অভিযোগ দেয়। এরপর সোমবার বেলা ১২ টার দিকে পাশ্ববর্তী আমদহ মাঠের মধ্যে ক্ষেতে কর্মরত কৃষকরা একটি তামাক ক্ষেতের মধ্যে মুখ ও হাত পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে তার পরিবার কে খবর দিলে মুমূর্ষ অবস্থায় মজনু কে কুষ্টিয়া জেনারেল হামসপাতালে নেবার পথে সে মারা যায়। দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর জানান, পুর্ব শত্রæতার জের ধরে তার প্রতিপক্ষরা মজনুকে মারপিট করে হাত পা বেঁধে মুখে বিষ ঢেলে দিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনিি আরো জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন

১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন