কুড়িগ্রামের পথে সৈয়দ হকের মরদেহ

সর্বস্তরের শ্রদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সৈয়দ শামসুল হকের মরদেহ নিয়ে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টার। বুধবার বেলা পৌনে ২টার দিকে সেনাবাহিনীর হেলিকপ্টার সব্যসাচী এ লেখকের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি কুড়িগ্রামের দিকে রওনা দেয়।
এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে রাষ্ট্রপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষ শ্রদ্ধা জানান সৈয়দ হককে।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার মরদেহ নেয়া হয়। সেখানে বাদ জোহর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টায় তেজগাঁও চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে কিছু সময়ের জন্য মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেয়া হয়। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়।
উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ শামসুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাবিস্তারিত পড়ুন

বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
নিউজ ডেস্ক: বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতেবিস্তারিত পড়ুন

ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
নিউজ ডেস্ক : সরকারি ভাতার ২০২৪–২৫ অর্থবছরের প্রথম কিস্তির টাকাবিস্তারিত পড়ুন