কুয়াকাটায় ‘আইএস কুয়াকাটা’ নামে ফেইসবুক আইডি নিয়ে তোলপাড়
পর্যটন কেন্দ্র কুয়াকাটার নামের সাথে আইএস নাম যোগ করে ফেইসবুকে ‘আইএস কুয়াকাটা’ নামে একটি আইডি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ফেইজবুক আইডিতে ব্যবহার করা হয়েছে ঢাকার গুলশানের একটি রেষ্ট্রুরেন্টে জঙ্গি হামলায় সেনাবাহিনীর গুলিতে নিহত এক জঙ্গির ছবি। ধারণা করা হচ্ছে, চলতি বছরের ২৩ জুন আইডিটি চালু করা হয়। অন্যান্য তথ্য প্রোফাইলে লুকানো থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কলাপাড়া উপজেলার মহিপুর থানার ‘মহিপুর কো-অপরেটিভ হাইস্কুলের’ নাম উল্লেখ রয়েছে। এ প্রসঙ্গে মহিপুর থানার ওসি মাকুসুদুর রহমান সাংবাদিকদের জনান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা বলেন, আমি বিষয়টি শুনে জেলাপা পুলিশ কর্মকর্তাদের অবহিত করেছি। তারা তাদের নিজস্ব আইটি বিশেষজ্ঞদের মাধ্যমে সনাক্তকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে। তবে আমরা সতর্ক রয়েছি।
বাংলায় লেখা ‘আইএস কুয়াকাটা’ নামে একটি ফেইসবুক আইডি চালু থাকার কথা স্বীকার করে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এএসপি মীর ফসিউর রহমান জানান, বিষয়টি নিয়ে উচ্চমহলের সাথে আলোচনা করা হয়েছে। একই সাথে আমরা সর্তক রয়েছি পর্যটকদের নিরাপত্তার জন্য।
এ ব্যাপারে পটুয়াখালীর পুলিশ সুপার সৈয়দ মুসফিকুর রহমান বলেন, ফেইসবুক যে কেউ যেখানে বসে চালাতে পারে। এটা কেউ ঢাকায় বসেও চালাতে পারে আবার মহিপুর কিংবা বিদেশে বসেও চালাতে পারে। ফেইসবুক আইডিটির বিষয় আমাদের নিজস্ব বিশেষজ্ঞদের অবহিত করা হয়েছে এবং সে আঙ্গিকে কার্যক্রম চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন