কুয়েতে শ্রমবাজার বন্ধ হয়নি : দূতাবাস
কুয়েতে বাংলাদেশি শ্রমবাজার বন্ধ করা হয়নি জানিয়ে দেশটির বাংলাদেশ দূতাবাস বলেছে, এমন ধরনের কোনো ঘোষণা দেয়া হয়নি। তবে কুয়েতে গৃহখাতের কর্মী যেতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিতে হবে।
এর আগে বুধবার কুয়েতের দৈনিক আল-আনবা পত্রিকায় কুয়েতের শ্রমবাজার আবারো বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করে।
সংবাদে বলা হয়, সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি ফর সিটিজেনশিপ অ্যান্ড পাসপোর্ট মেজর জেনারেল শেখ মাজেন আল-জাররাহ এক পরিসংখ্যান পর্যালোচনার পর বলেছেন, গত সপ্তাহ পর্যন্ত কুয়েতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা দুই লাখে পৌঁছেছে। ফলে বাংলাদেশিদের আর নেয়া হবে না।
তবে বাংলাদেশি শ্রমিক নিয়োগে নতুন কোনো শর্ত আরোপ ও ভবিষ্যতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে কিনা সে সম্পর্কে কিছুই জানাননি শেখ মাজেন।
উল্লেখ্য, ২০০৭ সালে বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয় কুয়েত। তবে ২০১৪ সাল থেকে কর্মী যাওয়া শুরু হয় দেশটিতে। দেশটিতে দুই লাখের বেশি বাংলাদেশির বসবাস।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন