কৃতি শ্যানন-সুশান্তের প্রেমের সম্পর্ক ফাঁস..!

ঢাকঢাক গুড়গুড় অনেকদিন থেকেই চলছিল। কিন্তু স্বীকার করছিলেন না কেউই। কিন্তু এবার নাকি কৃতি ঘনিষ্ঠ মহলে সুশান্তের কথা বলেছেন। জানিয়েছেন, তিনি এখন তাঁর জীবনের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছেন।-কালেরকন্ঠ।
শোনা গেছে, কৃতি আর সুশান্ত নাকি একে অপরের ব্যাপারে বেশ সিরিয়াস। তাঁরা নাকি দু’জন দু’জনের সঙ্গে চুটিয়ে উপভোগ করছেন। একে অপরের প্লেট থেকে খাবার খাচ্ছেন। শোনা গেছে, তাঁরা নাকি সিদ্ধান্ত নিয়েছেন, খুব শিগগিরই সোশাল মিডিয়ার মাধ্যমে সে কথা সবাইকে জানিয়ে দেবেন।
অঙ্কিতা লোখন্ডের সঙ্গে ব্রেক আপ সংক্রান্ত প্রশ্ন এড়াতে ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছিলেন সুসান্ত সিং রাজপুত। কিন্তু কৃতি স্যাননের সঙ্গে তাঁর সম্পর্কের কথা যখন থেকে শোনা যাচ্ছিল, তখন থেকে ইনস্টাগ্রামে ফেরত আসেন সুশান্ত।
তবে সত্যিই সুশান্ত আর কৃতি সম্পর্কে জড়িয়েছেন কি? নাকি এটা রবতার পাবলিসিটি স্টান্ট? যতদিন না দু’জনের কেউ মুখ খুলছেন, ততদিন বিষয়টি বোঝা যাবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন