শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কৃষকের সূর্যমুখীতে ফুটে ওঠলো ‘অমর ২১’

ঢাকার পরে রাজশাহীতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল ভাষা আন্দোলন। ২১ ফেব্রুয়ারি রাতে লন্ঠন, মশাল আর হারিকেন জ্বালিয়ে রাজশাহী কলেজের ছাত্ররা সারারাত জেগে রাজশাহী কলেজ হোস্টেলের মাঠে ইট ও কাদা দিয়ে বানিয়েছিলেন স্মৃতিস্তম্ভ। নির্মাণ শেষে শহিদ মিনারের নামকরণ করা হয়েছিল ‘‘শহিদ স্মৃতি স্তম্ভ’’। শহিদ মিনারের গায়ে সেঁটে দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথের ‘‘সুপ্রভাত’’ কবিতার অমর ২ চরণ। কিন্তু আন্দোলনের প্রথম শহিদ মিনারের স্বীকৃতি আজও মিলেনি।  

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) খোলা আকাশের নিচে এমন অমর একুশ দেখা গেল রাজশাহী কলেজে। বায়ান্নোতে রাষ্ট্রভাষা বাংলার জন্য এ কলেজ প্রাঙ্গণে গড়ে ওঠেছিল আন্দোলন। সেই কলেজে অমর একুশ দেখতে এসেছিলেন ভাষা সংগ্রামী, শিক্ষক, শিক্ষার্থীরা। সবুজ পাতার গালিচা। তার ওপরে হলদে ফুলে লেখা ‘‘অমর ২১”। সেই লেখাটিকে আবার সাজানো ফুলে, পাতায়।

পূর্ব বাংলায় মাতৃভাষা বাংলার জন্য আন্দোলনে ছাত্রসমাজের বাইরেও অংশ নিয়েছিলেন নানা শ্রেণি-পেশার মানুষ। ছিলেন হাজারো কৃষক। সেই কৃষকের অবদান ফুটিয়ে তোলার পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের যেকোনো ক্রান্তিলগ্নে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এই উদ্যোগটি নেন রাজশাহীর কৃষক মনিরুজ্জামান মনির। মূলত ২১ ফেব্রুয়ারিকে ঘিরেই তার এই পরিকল্পনা।
আয়োজক কৃষক মনিরুজ্জামান বলেন, ‘‘ভাষা-সংগ্রামের ইতিহাস এবং তাৎপর্য ও কৃষকের অবদান সবাইকে জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত ২১ ফেব্রুয়ারি আয়োজনটি করার ইচ্ছে থাকলেও সেদিন ফুলগুলো ভালোভাবে ফুটেনি। তাই কয়েকদিন পরে ফেব্রুয়ারিতেই ফুটিয়ে তোলা হলো অমর একুশ।’’

সুনিপুণ হাতে কলেজের কংক্রিটের ওপর ৩ হাজার সূর্যমুখী ফুলে অমর একুশ ফুটে ওঠার সে খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। যা একনজর দেখতে ভিড় জমান অনেক দর্শনার্থী। তারা ফুল দিয়ে তৈরি ‘‘অমর ২১’’-এর সঙ্গে নিজেদের ফ্রেমবন্দী করার পাশাপাশি ভাষা আন্দোলনের শহিদদের অবদানকে স্মরণ করেন গভীর শ্রদ্ধার সঙ্গেই।

এদিকে শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা সম্পর্কে আরও গভীরভাবে জানার আগ্রহ প্রকাশ করেন। শিক্ষার্থীরা বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস ও শহিদদের অবদান সম্পর্কে নতুন করে ভাবতে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে উৎসাহিত করে। সূর্যমুখী ফুলের মাধ্যমে ‘অমর একুশ’ লেখার এই অভিনব উপস্থাপনা আমাদের মধ্যে একুশের চেতনা জাগিয়ে তুলেছে। এমন উদ্যোগগুলো আমাদের প্রজন্মকে আরও আলোকিত করবে এবং ভাষা আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করতে সহায়তা করবে।”

ব্যতিক্রমী এ আয়োজন দেখতে এসেছিলেন বায়ান্নোতে রাজশাহীতেই ভাষা আন্দোলনে অংশ নেওয়া ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জিও। তিনি বলেন, “রাষ্ট্রভাষার জন্য রাজশাহী কলেজের শিক্ষার্থীদের অবদান কম নয়। ঢাকার পরেই আমরা রাজশাহীতে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলাম। ঢাকার রাস্তায় গুলি চললে আমরাই প্রথম এই কলেজে রাতারাতি শহিদ মিনার নির্মাণ করেছিলাম। আমাদের চাওয়া, এই শহিদ মিনারটিকে যেন দেশের প্রথম শহিদ মিনারের স্বীকৃতি দেওয়া হয়।’’

আয়োজককে ধন্যবাদ জানিয়ে কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী বলেন, ‘‘এ ধরনের আয়োজন আমাদের ভাষা-সংগ্রামের ইতিহাস ও মর্যাদাকে সমুন্নত করে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মনিরুজ্জামান এ আয়োজন করেছেন। এ জন্য তার প্রতি আমাদের কৃতজ্ঞতা।”

এই সংক্রান্ত আরো সংবাদ

যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ 

দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় এ্যামোনিয়াবিস্তারিত পড়ুন

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

তরুণদের নতুন রাজনৈতিক দল “জাতীয় নাগরিক পার্টি”র (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

ভোটের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি বিএনপির আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশবিস্তারিত পড়ুন

  • টানা দ্বিতীয়বার কমলো র্স্বণের দাম
  • প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সরে গেলেন জুলাই অভ্যুত্থানে আহতরা
  • দুর্বল ব্যাংক বিলুপ্তে ‘ব্রিজ ব্যাংক’ প্রস্তাব
  • কুয়েটের আবাসিক হল বন্ধ ঘোষণা
  • যাত্রাবাড়ীতে বাসার সামনে যুবককে কুপিয়ে হত্যা
  • ‘বিতর্কিত নির্বাচনে’ দায়িত্ব পালন করা ৮২ পুলিশ কর্মকর্তাকে ওএসডি
  • আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে একদিনে গ্রেপ্তার ১,৬৩৮ জন
  • ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত
  • তারেক: জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এখন প্রধান কাজ
  • মির্জা ফখরুল: জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বিএনপি হতে দেবে না