‘কৃষ্ণপক্ষ’ নিয়ে ছড়াচ্ছে নানা গুজব

গত ২৬ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহম্মেদের বিখ্যাত উপন্যাস কৃষ্ণপক্ষ অবলম্বনে নির্মিতি চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা মাহি অভিনীত ছবিটি নিয়ে মুক্তির দিন থেকেই বিতর্কের সৃষ্টি হয়। মূলত কম হলে ছবিটি মুক্তি দেয়া নিয়েই বাদে বিতর্ক। দীর্ঘদিন থেকেই শোনা যাচ্ছিলো ছবিটি ১০০ হলে মুক্তি পাবে। কিন্তু মাত্র ১৬ হলে ছবিটি মুক্তি পেলে এর নির্মাতা শাওনের মুখেও ছিল হতাশার সুর। একই দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও উঠে আলোচনার ঝড়। গুঞ্জন শোনা যায়, জাজ মাল্টিমিডিয়া ছবিটি পরিবেশনার দায়িত্ব নেয়। কিন্তু জাজের কর্ণধার আব্দুল আজিজের সাথে নায়িকা মাহির সম্পর্কের অবনতির কারণেই জাজ ছবিটি বেশি হলে প্রদর্শনের অন্তরায় হিসেবে কাজ করে।
তবে এইসব গুঞ্জন উড়িয়ে দিয়ে আজিজ বলেন এই কথা গুলো ভিত্তিহীন। তিনি নিজেও চেয়েছিলেন ছবিটি যাতে বেশি হলে মুক্তি পায়। তবে হল মালিকরা ছবিটি নিতে রাজী হয়নি। এদিকে জাজের কাছের মানুষ বলে পরিচিত কাহিনীকার আব্দুল্লাহ জহির বাবু তার ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে জাজের পক্ষে সাফাই গান তিনি প্রশ্ন তোলেন হুমায়ন আহমেদ বেঁচে থাকা অবস্থায় তার নির্মিত ছবি কি কখনো ১৬ হলের বেশি মুক্তি পেয়েছে? এতোসব বিতর্ক যখন চলছে ঠিক সেই সময় গত ২৯ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর পূর্ণিমা সিনেমা হল থেকে নামিয়ে নেয়া হলো কৃষ্ণপক্ষ ছবিটি। সিনেমা হল মারফত জানা যায়, কৃষ্ণপক্ষ ছবির গল্প ও এর নির্মাণ বেশ সুন্দর হলেও দর্শক ছবিটি দেখে মজা পাচ্ছেনা।
দর্শকদের সংখ্যাটাও কম। দর্শক হইহুল্লোর ছবি বেশি পছন্দ করে। তাই ছবিটি নামিয়ে ফেলা হয়েছে। এদিকে বেশ কয়েকজন দর্শক পূর্ণিমায় ছবিটি দেখতে এসে না পেরে হতাশা জানিয়েছেন। কৃষ্ণপক্ষের জায়গায় এখন পূর্ণিমায় চলছে মালদাত্তা আমলের আলেকজান্ডার বো অভিনীত ছবি ‘জাত শত্রু’। বর্তমানে যেসব হলে ছবিটি চলছে সেগুলো হল স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, ঢাকা),ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, ঢাকা),বলাকা সিনেওয়ার্ল্ড (ঢাকা),শ্যামলী সিনেমা হল (ঢাকা),অভিসার সিনেমা হল (ঢাকা),বনলতা সিনেমা হল (ফরিদপুর),বিজিবি অডিটোরিয়াম (সিলেট),চন্দন সিনেমা হল (জয়দেবপুর), ছায়াবাণী সিনেমা হল (নাটোর),কল্লোল সিনেমা হল (মধুপুর),কেয়া সিনেমা হল (টাঙ্গাইল),মমতা সিনেমা হল (মাধবদী),রাজিয়া সিনেমা হল (নাগরপুর, টাঙ্গাইল),রুপকথা সিনেমা হল (পাবনা),সাগরিকা সিনেমা হল (চালা সিরাজগঞ্জ)।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন