‘কেউ না জানুক’ ভিডিওতে তাহসান-ইমরান

সংগীত জগতের এই প্রজন্মের দুই তারকা তাহসান ও ইমরান এ বছর একসঙ্গে কাজ করেছিলেন দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’-এ। এতে রবিউল ইসলাম জীবনের কথায় ইমরানের সুরে কণ্ঠ দিয়েছিলেন তাহসান। এই বছরের ভালোবাসা দিবসে প্রকাশিত হয় গানগুলো, যা জনপ্রিয়তা পায়। সেই জনপ্রিয়তার জেরে আবারও এক হলেন দুই গায়ক। একমাত্র অ্যালবামের সফলতার সুর আরও ছড়িয়ে দিতে বছরের শেষে এসে নতুন উদ্যোগ নিয়েছেন দু’জনে।
এরমধ্যে তাহসানের গাওয়া ‘কেউ না জানুক’ গানটি অফিসিয়াল ভিডিও ছাড়াই ইউটিউবে ৩০ লাখ ভিউয়ার পেরিয়ে যায়। এবার তৈরি হলো গানটির ভিডিও। ভিডিওতে তাহসানের সঙ্গে অংশ নিয়েছেন ইমরান। এতে তাহসানের সঙ্গে গিটার বাজিয়েছেন তিনি।
বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় আসছে মিউজিক ভিডিওটি। গতকাল শনিবার শনিবার ঢাকার অদূরের একটি ইট খোলাতে তাহসান-ইমরানের শুটিং হয়। মিউজিক ভিডিও প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রথম শোনার পরই গানটির প্রেমে পড়ে যাই। এমন একটি গানের ভিডিও বানাতে পেরে ভালো লাগছে। খুব যত্ন নিয়ে কাজটি করেছি। আশা করি সবার ভালো লাগবে।’
এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমার অনেক পছন্দের একটি গান এটি। গানটির কথা-সুর চমৎকার। ভিডিওটিও দুর্দান্ত হয়েছে। আমার বিশ্বাস ভক্ত-শ্রোতারা কাজটি খুব পছন্দ করবেন।’
ইমরান জানান, ‘তাহসান ভাইয়ের জন্য গানটি করার অনুভূতি ছিলাম অন্যরকম। এবার তার সঙ্গে ভিডিওতে অংশ নিতে পেরে আরো ভালো লাগছে।’
গানে মডেল হয়েছেন সুজানা ও এবিএম সুমন। এর আগে এ দুজনের সঙ্গেই কাজের অভিজ্ঞতা আছে সুজানার। তবে এবারের কাজটি ভিন্ন। সুজানা বললেন, ‘ভিডিওটি দেখলে মনে হবে, একটি নাটক দেখছেন। একটি গল্পের মধ্য দিয়ে গানটি এগিয়েছে।’
গানের মিউজিক ভিডিওটি পহেলা ডিসেম্বরে সিডি চয়েসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন