‘কেউ যদি সুহানাকে চুমু খেতে চায়, আমি তার ঠোঁট টেনে ছিঁড়ে দেব।’-শাহরুখ খান

বাবা হিসেবে শাহরুখকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। তিনি যে একজন আদর্শ বাবা তা অনেক আগেই প্রমাণ করেছেন। এই তো সম্প্রতি ‘কফি উইথ করণের এসেছিলেন শাহরুখ খান।
আর সেখানে তিনি বলেছিলেন, ‘কেউ যদি সুহানাকে চুমু খেতে চায়, আমি তার ঠোঁট টেনে ছিঁড়ে দেব।’ বলিউড বাদশার এই উক্তি থেকেই স্পষ্ট যে সুহানা সম্বন্ধে ঠিক কতটা ‘পজেসিভ’ তিনি। তাই মেয়ে যতই বড় হোক না কেন এখনও মেয়ের বয়ফ্রেন্ডদের নিয়ে যথেষ্ট ভেবেচিন্তেই পা ফেলতে চাইছেন শাহরুখ।
কিন্তু রোমান্স কিং খ্যাত এই অভিনেতার মেয়ের সঙ্গে প্রেম তো আর চারটি বিষয় নয়। তবে মেয়ের সঙ্গে কেউ যদি ডেট করতে চায় তাহলে আপত্তি করবেন না শাহরুখ। তবে এ জন্য মানতে হবে সাতটি শর্ত।
সম্প্রতি একটি ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন শাহরুখ। এতে নিজের জীবন থেকে শুরু করে তার মেয়ে এবং তিনি যে সকল অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন সব বিষয়েই আলোচনা করেছেন। এছাড়া নারীবাদ নিয়েও কথা বলেন এ অভিনেতা। সাক্ষাৎকারে মেয়ের সঙ্গে কেউ ডেট করতে চাইলে কী কী শর্ত পালন করতে হবে তা জানিয়েছেন তিনি।
মেয়ের হবু প্রেমিকের উদ্দেশ্যে শাহরুখ শর্ত দিয়ে বলেছেন,
– ভাল চাকরি বা যে কোনও ভাল কাজ করতে হবে।
-সব সময় মাথায় রাখবে, আমি (শাহরুখ খান) তোমাকে পছন্দ করি না।
-মনে রাখবে, আমি সব জায়গায় আছি।
-একজন আইনজীবীকে সব সময় সঙ্গে রেখো।
-ও আমার রাজকন্যা এবং তুমি ওকে জয় করোনি।
-আমি সুহানার জন্য আবার জেলে যেতে রাজি আছি।
-তুমি ওর সঙ্গে যেমন ব্যবহার করবে আমিও তোমার সঙ্গে ঠিক তেমন ব্যবহার করব।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন