কেকেআরকে ১৮৩ রানের লক্ষ্য দিল পুনে, খেলাটি সরাসরি মোবাইল থেকে দেখুন ..[LIVE ভিডিও]
স্টিভেন স্মিথের ফিফটিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্ট। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান তুলেছে স্মিথের দল। জয়ের জন্য কেকেআরের সামনে ১৮৩ রানের লক্ষ্য ছুড়ে দিল পুনে।
ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল পুনের। উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। ৪৬ রান করেন আজিঙ্কা রাহানে। রাহুল ত্রিপাথি নামের পাশে যোগ করেন ৩৮ রান। মহেন্দ সিং ধোনি ঝড় তোলার আভাস দিয়েছিলেন। ১১ বলে একটি চার ও দুটি ছক্কায় ২৩ রান করেন ভারতের সাবেক অধিনায়ক।
পুনের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। করেছেন ৫১ রান। তার ৩৭ বলের ইনিংসটি সমৃদ্ধ চারটি চার ও একটি ছক্কায়। ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ৫ বলে দুটি ছক্কায় ১৬ রান করেন।
কেকেআরের সেরা বোলার কুলদ্বীপ যাদব। দুটি উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন পিযুষ চাওলা, সুনিল নারিন ও উমেশ যাদব।
কেকেআর একাদশ : গৌতম গম্ভীর (অধিনায়ক), সুনিল নারিন, রবিন উথাপ্পা, ড্যারেন ব্রাভো, মানীশ পান্ডে, ইউসুফ পাঠান, কলিন ডি গ্র্যান্ডহোম, ক্রিস ওকস, পিযুষ চাওলা, কুলদ্বীপ যাদব ও উমেশ যাদব।
পুনে একাদশ : স্টিভেন স্মিথ (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রাহুল ত্রিপাথি ফাফ ডু প্লেসিস, মহেন্দ্র সিং ধোনি, মনোজ তিওয়ারি, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, জয়দেব উনারকাত ও ইমরান তাহির।
খেলাটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন