কেনো একজন মেয়েকেই সব সময় প্রশ্নটি করা হবে?

দাবাং সিনেমায় নায়িকার প্রথম লুক এখনো দর্শকদের চোখে ভাসে। লাল শাড়িতে সোনাক্ষি সিনহাকে দেখে সবাই ধরে নিয়েছিলেন সামনে রোমান্টিক সিনেমাতেই দেখা যাবে এই নায়িকাকে। কিন্তু সোনাক্ষিকে বেশি দেখা গেলো অ্যাকশন ধর্মী সিনেমাগুলোতে।
সদ্য ‘ফোর্স-টু’ ছবিতে জন আব্রাহামের বিপরীতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করে প্রসংশা কুড়িয়েছেন সোনাক্ষি সিনহা। এর আগে ‘আকিরা’ ছবিতেও অ্যাকশন দৃশ্যে দেখা গেছে এ অভিনেত্রীকে। তবে কি বলিউডের ‘অ্যাকশ গার্ল’ হিসেবেই সামনে দেখা যাবে তাকে?
এ মুহূর্তে একটি প্রশ্নের মুখে বারবারই পড়তে হচ্ছে এ সোনাক্ষিকে। সেটি হলো- গ্ল্যামারাস নায়িকার চেয়ে কেনো অ্যাকশন দৃশ্যেতেই বেশি দেখা যাচ্ছে তাকে?
হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে সোনাক্ষি জানান, “আমার কাছে যে ছবির স্ক্রিপ্ট ভালো লাগে সেটিতেই আমি কাজ করি। চরিত্রটি অ্যাকশনধর্মী নাকি রোমান্টিক সেটা দেখে কখনো ছবি করি না। তাই আমার কাছে এ প্রশ্নটি খুবই অবান্তর।”
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, “অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে আমার খারাপ লাগে না তবে সমস্যা হয় যখন সবখানে এই একি প্রশ্নটি করা হয়। কেনো একজন মেয়েকেই সব সময় এ প্রশ্নটি করা হবে? অক্ষয়, সালমানদের কেউ এমন প্রশ্ন করে না।”
এর আগে অ্যাকশন সিনেমাগুলো দিয়ে ভাগ্য ফিরতে দেখা গেছে এ অভিনেত্রীর। ক্যারিয়ারের শুরুতে অ্যাকশন ছবি ‘দাবাং’ দিয়েই বাজিমাত করেছিলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন