শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা জোরদার

মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মুজাহিদ ও সাকার আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। আদালতের এ রায় ঘোষণার পর বুধবার দুপুর থেকে কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় কারাগার এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। কারাগারের আশ-পাশের এলাকারও নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে বেশী জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে কারাগার এলাকায় তৎপর থাকতে দেখা গেছে।

এদিকে কেন্দ্রীয় কারাগার ছাড়াও রাজধানীর অন্যান্য এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষকরে বিমান বন্দর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জোরদার করা হয়েছে।

রায় ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় কারাগারে উপস্থিত হতে থাকেন গণমাধ্যম কর্মীরা। কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটের সামনে গণমাধ্যম কর্মীরা ভিড় জমাতে শুরু করেছেন। বর্তমানে কারাগারের প্রধান গেটের সামনে গণমাধ্যম কর্মীরা অবস্থান নিয়েছেন।

এর আগে গত সোমবার সালাউদ্দিন কাদের চৌধুরীকে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। আলী আহসান মুজাহিদ আগে থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

কারাসুত্রে জানা যায়, সর্বশেষ সুযোগ হিসেবে এখন কেবলমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন আসামিরা। প্রাণভিক্ষা না চাইলে বা চাওয়ার পর আবেদন নাকচ হলে মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো আইনি বাধা থাকবে না। প্রানভিক্ষা চাইলে আসামীকে সময় দেয়া হবে। তবে প্রাণভিক্ষা না চাইলে রাতের মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকর হবার আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে রায় ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ভাইবার বন্ধ করে দিয়েছে সরকার। বিকেলে ১ঘন্টা দেশের পুরো ইন্টারনেটও বন্ধ থাকে। তবে বর্তমানে ফেসবুকে, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ভাইবার ছাড়া অন্য সব সচল রয়েছে।

মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) বিষয়ে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার কারণে এ দুই শীর্ষ যুদ্ধাপরাধীর রায় কার্যকর হবে আইনি নির্দেশনা মেনে সরকারি সিদ্ধান্ত অনুসারে।

অন্যদিকে এ রায়ের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন।

জামায়াতের ডাকা হরতালকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার সন্ধ্যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা