কেন্দ্রীয় কারাগার হবে জাতির পিতা জাদুঘর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, নাজিমউদ্দিন রোড থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়েছে। সাবেক কেন্দ্রীয় কারাগারকে জাতির পিতা ও জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘর করে জনগণের জন্য উন্মুক্ত করা হবে।
সোমবার জাতীয় সংসদের দশম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো: সেলিমের প্রশ্নর জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনাসমূহ সংরক্ষণ করে সেখানে বিনোদনের জন্য একটি পার্ক করা হবে। এছাড়াও কারা কর্মচারিদের কল্যানে কনভেনশন সেন্টার, সিনেপ্লেক্স নিমার্ণ করা হবে।
সংসদে আসাদুজ্জামান খাঁন আরো বলেন, সাবেক কেন্দ্রীয় কারাগারে সুইমিংপুল, জিমনেসিয়াম, ফুডকোর্ট ও মাল্টি স্টোরিড কার পার্কিং ইত্যাদি বিনোদনমূলক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের পরিকল্পনা আছে।
এসব সুবিধা সাধারণ জনগণও ভোগ করতে পারবে বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন