কেন ঐভাবে দৌড় দিয়েছিলেন? উত্তরে যা বললেন তামিম

১১৮ রান উঠে গেছে উদ্বোধনী জুটিতে। যা শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সেরা ওপেনিং জুটি। এমন সময় অদ্ভুত রানআউটের শিকার হলেন ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল। তামিম আউট হওয়ার পর যে মড়ক লেগেছিল, ম্যাচের তৃতীয় দিনেও সেটা অব্যাহত আছে। প্রায় ২৪ ঘণ্টা কেটে গেলেও তামিমের ওই আউটটা নিয়ে এখনও সমালোচনা চলছে।
বাংলাদেশের সীমানা ছাড়িয়ে এখন আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে প্রশ্ন উঠেছে তামিমের সেই দৌড় নিয়ে। দ্বিতীয় দিন শেষে তো কোচ বলেই দিয়েছেন যে, ওই সময় তামিমের মাথা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু কিপারের হাতে বল রেখে কেন ওভাবে দৌড় দিলেন তামিম? এই সত্য খুঁজতে গিয়ে বের হলো আরও একটি সত্য। তা হলো, তামিমকে রানআউট ঘোষণা করা হলেও তিনি আসলে কট বিহাইন্ড হয়েছেন!
যদিও আম্পায়ার সেটি বুঝতে পারেননি, সিদ্ধান্তও দেননি। টিভি রিপ্লেতেও বারবার দেখে বোঝা যায়নি বল ব্যাটে লেগেছিল কিনা। কিন্তু বল ব্যাটে লাগার ঘটনাটি টেন স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে তামিম নিজেই প্রকাশ করেছেন আজ। বল ব্যাটে লেগেছিল বলেই নাকি রান নিতে ছুটেছিলেন তিনি। তাও আবার ২ রান! ঘটনাটি তাহলে কী? তামিম বলেছেন, “বল ব্যাটে লেগেছিল বিধায় আমি ভেবেছিলাম বল কিপারকে ছাড়িয়ে চলে গেছে। তাই আমি দৌড় দিয়েছিলাম ২ রান নেওয়ার কথা ভেবে।
কিন্তু বুঝতেই পারিনি যে বল কিপারের হাতেই আছে। ” তামিমের কথা ঠিক হলে দৌড় না দিলেও তিনি আউট হতেন। আবেদন তো হয়েছিল কট বিহাইন্ডের। আম্পায়ার সাড়া না দিলে হয়তো শ্রীলঙ্কা রিভিউ নিত। তবে বলটি লাগুক বা না লাগুক, তামিমের মত একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের এভাবে মনসংযোগ হারিয়ে ফেলাটা মোটেও ভালো কথা নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন