কেন কনডমের বিজ্ঞাপন করেন? সানি লিওনের সাহসী জবাব
তৃতীয় বিশ্বের দেশগুলোতে যৌনতা এখনও ট্যাবু। আর সেই সমাজব্যাবস্থায় সানি লিওনের সাক্ষাৎকার মানেই সাংবাদিক তাকে অবধারিতভাবে কোনও না কোনও অস্বস্তিকর প্রশ্ন করবেই। কিন্তু, সানিও এবারে বুঝিয়ে দিলেন, পাল্টা দিতে তিনি তৈরি। অন্তত সোজা কথাটা সোজাভাবে বলতে তিনি ভয় পান না। অনেকদিন ধরেই সানি কনডমের বিজ্ঞাপন করেন। আসলে, কন্ডোম নিয়ে লুকোচুরি নতুন কিছু নয়। এমনকী বলিউডের অন্যান্য প্রথমসারির নায়িকাদেরও এই ধরনের বিজ্ঞাপনে দেখা যায় না।
সম্প্রতি ওই কনডমের ব্র্যান্ডের একটি ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সানি। সেখানেই এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, তিনি কেন কনডমের বিজ্ঞাপন করেন? উত্তরে কিন্তু সানি সেই সাহস দেখিয়েছেন। ওই সাংবাদিকের প্রশ্নের উত্তরে সানি বলেন, কন্ডোমকে তিনি আসলে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পণ্য বলেই মনে করেন। এখানেই থামেননি সানি, তিনি বলেন, ‘‘কে কী করবে সেটা তার ব্যক্তিগত পছন্দ এবং স্বাচ্ছন্দ্যের উপরে নির্ভর করে। আমার মনে হয়েছে এটা যথেষ্ট মানে রাখে। কারণ এটাই নিরাপদে যৌন মিলনের একমাত্র উপায়। শুধু ভারতই নয়, আমেরিকাতেও মানুষ লুকিয়ে কন্ডোম কেনেন। ফলে, এটা যাঁর যাঁর ব্যক্তিগত পছন্দের বিষয়।’’ সানিকে নিয়ে বিতর্ক কম হয়না। কিন্তু অভিনয়ের মতোই, ব্যক্তি সানিও যে যথেষ্ট সাহসী এবং আত্মবিশ্বাসী, সেটা প্রমাণ হয়ে গেল।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













