কেন দেশে ফিরতে দেরী করছেন খালেদা ?
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেশে ফিরতে আরো বেশ কিছু দিন দেরী হবে। বর্তমানে লন্ডনে সফররত খালেদা জিয়ার চোখের অস্ত্রোপচার সফল হলেও হাঁটুর চিকিৎসা নিতে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছেন। চিকিৎসকের সাথে সাক্ষাৎ শেষেই লন্ডন ত্যাগ করবেন তিনি।
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান। এ কারণে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অন্যরা সঠিক ধারণা পাচ্ছেন না। তবে শিগগিরই তার চিকিৎসার প্রক্রিয়া শেষ হচ্ছে।
লন্ডনসূত্র এ বিষয়ে জানিয়েছে, বিএনপি চেয়ারপার্সন আরো কয়েকদিন পরে ঢাকা ফিরতে চান। সেটা হতে পারে এ মাসের শেষ সপ্তায় কিংবা আগামী মাসে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সনের একটি চোখে অস্ত্রোপচার করা হয়। এর সপ্তাহ খানেকের মাথায় আরেকটি চোখে অস্ত্রোপচার করার কথা ছিল। তবে গত রোববার পর্যন্ত তা করা হয়নি। একই সঙ্গে তার হাঁটুর চিকিৎসাও চলছে। হাঁটুর সমস্যার জন্য চিকিৎসক দেখিয়েছেন।
এদিকে, বেগম খালেদা জিয়ার দেশে ফেরার বিমানের টিকিট বুকিং বাতিল করা হয়েছে। আগামী ২১ অক্টোবর বুকিং রয়েছে। হাঁটুর চিকিৎসার কারণে ২১ অক্টোবর সম্ভাব্য তারিখও বদল হতে পারে। সেটি হলে আগামী মাসের প্রথম সপ্তাহে ফিরতে পারেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন