কেন প্যান্টের উপরে ‘চাড্ডি’ পরবেন কোহলি?

বিরাট কোহলিকে নিয়ে কত জল্পনা। কত আলোচনা। কোহলির ইনিংস নিয়ে তো আলোচনা হচ্ছেই। তাঁকে সুপারম্যানের সঙ্গে তুলনা করা হচ্ছে। মাঠে নেমে অবিশ্বাস্য সব কাজ করছেন দিল্লির এই চ্যাম্পিয়ন ব্যাটসম্যান।
বিরাট কোহলিকে নিয়ে কত জল্পনা। কত আলোচনা। কোহলির ইনিংস নিয়ে তো আলোচনা হচ্ছেই। তাঁকে সুপারম্যানের সঙ্গে তুলনা করা হচ্ছে। মাঠে নেমে অবিশ্বাস্য সব কাজ করছেন দিল্লির এই চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। রেকর্ড তৈরি করছেন, আবার নিজের হাতেই রেকর্ড ভাঙছেন।
এ হেন কোহলিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনসাইডার ‘মিস্টার নাগ’ উদ্ভট প্রস্তাব দিয়ে বসেন। অন্য সময় হলে কোহলি কী করতেন কে জানে! কিন্তু বিরাট তো এখন বিরাট ফর্মে রয়েছেন। তাই দিলখুশ তাঁর।
মিস্টার নাগের প্রস্তাব শোনার পরে কোহলির মুখে সে কী হাসি! কী বললেন মিস্টার নাগ? কোহলিকে এখন সুপারম্যান বলা হচ্ছে। সুপারম্যান যেমন ট্রাউজারের উপর দিয়ে আন্ডি পরে, ঠিক সেই ভাবেই কোহলিকে ‘চাড্ডি’ পরার প্রস্তাব দেন মিস্টার নাগ। কোহলি কৌতূক ভরে জবাব দিয়ে বলেন, ‘‘আমি তো সুপারম্যান নই। সুপারম্যান তো এবি।’’
কোহলিকে ছেড়ে দিয়ে নাগ ধরেন ‘ক্যারিবিয়ান দৈত্য’ ক্রিস গেইলকে। বিতর্কিত জবাব গেইলের ‘‘ডোন্ট ব্লাশ বেবি।’’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন