কেন বাঙালি মেয়েরা সবার চাইতে একটু ভিন্ন?
বেশিরভাগ বাঙালি নারীরা যতোই রহস্যময়ী, একগুঁয়ে, নারীবাদী কিংবা খানিকটা হিংসুটে স্বভাবের হোন না কেন, আসলে কিন্তু সব মিলিয়ে তাঁরা একেবারেই অন্যদের চাইতে আলাদা। তাদের প্রত্যেকটি না বলার মাঝেও লুকিয়ে থাকে ভিন্ন একটা কিছু। এই আলাদা কিছুই তাকে করে তোলে অদ্ভুত আকর্ষণীয়।
পৃথিবীর যে প্রান্তেই বাঙালি নারীরা থাকুক না কেন তাদের মধ্যে বাঙ্গালিপনা সব সময় থাকে অটুট। তাইতো হাজারো মানুষের মাঝে একজন বাঙালি নারীকে খুজে বের করা যাবে অনায়াসে। একজন বাঙালি নারীর মধ্যেই থাকে মমতাময়ী ভূমিকা আবার কখনো দেখা যায় রুদ্রমূর্তিভাব। তাইতো আমরা বলে থাকি বাঙালি নারী রহস্যময়ী।
এছাড়াও বাঙালি নারীর রয়েছে অসাধারণ ব্যক্তিত্ব। এই অসাধারণ ব্যক্তিত্বের জন্যই রাষ্ট্রীয় দরবার থেকে রসুইঘর সকল স্থানে বাঙালি নারীর জয়জয়কার। স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে শক্ত হাতে সকল দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশ শাসন করছেন নারী।
বাংলাদেশের স্বাধীনতাতেও রয়েছে বাঙালি নারীদের অবদান। অসাধারণ ব্যক্তিত্বের জন্যই বাঙালি নারী সম্পর্কে প্রচলিত রয়েছে, যে নারী চুল বাঁধতে পারে সে আবার দেশও শাসন করতে জানে।
বাঙালি নারীর সবচেয়ে সুন্দর বিষয় হলো তাদের শাড়ি। এটি বাঙালি নারী অনন্য ফ্যাশন। পূজা-পার্বণ, বাসন্তী উৎসব আর আমাদের প্রাণপ্রিয় পহেলা বৈশাখে নারীদের এই শাড়ীর পোশাক বিমোহিত করার মতো। সকল বিষয়ে জানার আগ্রহ রয়েছে বাঙালি নারীদের। তাইতো আমরা পেয়েছি বেগম রোকেয়া থেকে শুরু করে প্রীতিলতার মতো নারীদের।
বাঙালি নারী যেখানেই থাকুক না কেন সে তার সংস্কৃতি ভোলে না। তাইতো বাঙালি নারী আলাদা। বাঙালি নারীর এই সংস্কৃতির বীজ রয়েছে তাদের রক্তের সাথে মিশে। তাইতো তারা যেকোনো পরিবেশেই বড় হোক না কেন বিয়ের পর শ্বশুর-শাশুড়ির সামনে ঠিকই মাথার ঘোমটা টেনে দেয়।
সকল কাজে সমানভাবে পারদর্শী বাঙালি নারী। একজন বাঙালি নারীর পক্ষেই সম্ভব সকাল বেলা স্বামী সন্তানদের নিজের হাতে তৈরি নাশতা খাইয়ে অফিসে যাওয়া এবং সেখান থেকে ফিরে আবার পরিবারের মানুষদের জন্য খাবার তৈরি করা। হাজার খুঁজলে পৃথিবীর আর কোথাও এমনটি পাবেন না।
একজন বাঙালি নারী কতগুলো ভূমিকায় কি অসাধারণ ভুমিকাই না পালন করে থাকেন কখনো বোন, কখনো বন্ধু, কখনো প্রেয়সী, কখনো স্ত্রী, কখনো কন্যা, কখনো মমতাময়ী মা। এতো সুন্দর এই সম্পর্কগুলো অসাধারণভাবে ফুটিয়ে তোলা সম্ভব শুধুমাত্র বাঙালি নারীর পক্ষেই। আর সব মিলিয়েই আমরা বলি বাঙালি নারীর তুলনা হয় না।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন