কেন ব্যবহার করবেন ২০অক্ষরের পাসওয়ার্ড?
সারাবিশ্বে ব্যপকহারে বেড়েছে সাইবার হামলার পরিমাণ। ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যংক কিংবা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সাইটে হামলা চালাচ্ছে সাইবার দুর্বৃত্তরা। ইন্টারনেট ব্যবহারকারীদের তাই প্রধান চিন্তা এখন সাইবার নিরাপত্তা।
একটু সচেতন থাকলেই সাইবার হামলা থেকে নিজেদের ইমেইলসহ বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য নিরাপদ রাখা সম্ভব। এই বিষয়ে সাইবার নিরাপত্তা সংস্থার এফ-সিকিউরের এক গবেষক জ্যার্নো নিয়েমেলা বলেছেন, ‘কমপক্ষে ২০ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করলে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তবে ৩২ অক্ষরের পাসওয়ার্ড হলে আরো ভালো হয়। পাসওয়ার্ডগুলোতে কাছাকাছি শব্দের বদলে এলোমেলো অক্ষর ব্যবহার করলেও হ্যাকিং থেকে নিরাপদ থাকা সম্ভব।
কিন্তু ২০ অক্ষরের পাসওয়ার্ড বা ৩২ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করাটাও তো সমস্যার। সেক্ষেত্রে, এই বিষয়ে ওই গবেষক বলেছেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে হলে এটুকু তো করতেই হবে।’ এবার আপনিও ঠিক করুন, যে ২০ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করবেন নাকি আপনার সমস্ত তথ্য হ্যাকারদের জন্য উৎসর্গ করবেন?
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন