কেবল জিয়ার আদর্শেই গণতন্ত্র ফিরবে
দেশের এ ক্লান্তিলগ্নে জিয়ার রহমানের আদর্শ বুকে ধারণ করে আন্দোলন সংগ্রামে নামতে হবে। তাহলেই দেশে সঠিক গণতন্ত্র ফিরে আসবে।
সোমবার (৩০ মে) বিকেলে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির হলরুমে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বিএনপিপন্থি তরুণ আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতি।
আলোচনায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃতেই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার নেতৃতেই এদেশ গণতান্ত্রিকভাবে এগিয়ে গেছে। দেশের এ ক্লান্তিলগ্নে জিয়ার রহমানের আদর্শ বুকে ধারণ করে আন্দোলন সংগ্রামে নামতে হবে। তাহলেই দেশে সঠিক গণতন্ত্র ফিরে আসবে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লা আল বাকী, সাংগঠনিক সম্পাদক (সাধারণ) অ্যাডভোকেট মহিউদ্দিন মহিম, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ, অ্যাডভোকেট মানিক প্রমুখ।
প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী সোমবার (৩০ মে)। ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে সামরিক বাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন