‘কেবল পাশ নয়, মানসম্মত শিক্ষা অর্জন করতে হবে’
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেছেন, ‘কেবল পরীক্ষায় পাশ করা নয়, মানসম্মত শিক্ষা ও জ্ঞান অর্জন করে দেশের উন্নয়নে কাজ করতে হবে।’
বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন রাষ্ট্রপতি।
তিনি আরো বলেন, ‘একটা সময় ছিল যখন হাওর এলাকায় কোনো উচ্চশিক্ষিত মানুষ পাওয়া যেত না। পুরো হাওরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। কিন্তু সময়ের ব্যবধানে অনেক পাল্টে গেছে হাওর এলাকাগুলো। এখন প্রতিটি ইউনিয়নে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে আর্থ-সামাজিক ও অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে উচ্চ শিক্ষিত লোকজন পাওয়া যায়। ভবিষ্যতে এ হাওর এলাকা আরো এগিয়ে যাবে।’
হাওর এলাকার কৃষকদের দুর্দশার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘হাওর নানা দিক দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেও এখানকার কৃষকের অবস্থা ভালো না। এখানে বছরে একটি মাত্র ফসল হয়। কিন্তু এ ফসলটিও পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল। প্রায় প্রতিবছরই অকাল বন্যাসহ নানা কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ কারণে সরকারকে হাওরের কৃষকদের বেশি করে ভর্তুকি দিতে হবে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিকের সভাপতিত্বে রজতজয়ন্তী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আবদুল হক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, শিক্ষা সচিব সারওয়ার হোসাইন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান প্রমুখ।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর আবুল হোসেন, কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিন ও বাজিতপুর-নিকলী আসনের সংসদ সদস্য আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির কাছে হাওর এলাকায় একটি কৃষি ও মৎস্য বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান বক্তারা।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ইটনায় বজ্রপাতে রাখাল নিহত
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে রাখালবিস্তারিত পড়ুন
পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল ২৭ বস্তা টাকা
কিশোরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে ২৭বিস্তারিত পড়ুন
ট্রেনের টিকেটে অতিরিক্ত মূল্য, বুকিং সহকারীকে অব্যাহতি
কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের টিকেটে অতিরিক্ত টাকাবিস্তারিত পড়ুন