কেবল বিশ্বকাপ জিততে পারলেই ভারতের বিপক্ষে হারের দুঃখ ভুলে যাব : রিয়াদ

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
কিন্তু এবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রিয়াদ পরোক্ষভাবেই জানালেন তিনি অধিনায়ক হতে রাজি আছেন।
ভারতের বিপক্ষে ফের হারের বিষয়ে মুখ খুলেন রিয়াদ। পুরনো সুরের সাথে নতুন কিছু বের হয়ে আসে তার মুথ থেকে।
রিয়াদ এর আগে বলেছিলেন, ভারতের বিপক্ষে হারের দুঃখ আজীবন বইতে হবে। এবার রিয়াদ বলেন, অধিনায়ক হিসেবে যদি বিশ্বকাপ জয় করতে পারি তবে ভারতের বিপক্ষে ১ রানে হারের দুঃখ ভুলে যাব।
এর আগে এই কষ্ট ভুলে যাওয়া সম্ভব নয় বলে জানান তিনি। রিয়াদ বলেন, আমি আশাবাদী যে, বাংলাদেশ একদিন বিশ্বকাপ জয় করবে।
আর এ জন্য আমাদের সবাইকে আরও ভালো খেলতে হবে। ক্রিকেটে উন্নতি করতে হবে। তবেই আমাদের স্বপ্ন পূরণ হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন