কেমন আছেন দিতি?

সবার জন্য সুখবর, গুরুতর অসুস্থাবস্থা থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দিতি। শারীরিক পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো। দুদিন হয়েছে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ওয়ার্ডে নেওয়া হয়েছে। এখন তিনি স্বাভাবিক উপায়েই শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। গত ২৯ জুলাই তাঁর ব্রেইন টিউমার ধরা পড়ে। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘তিনি সুস্থ হয়ে উঠছেন, কিছুদিন আগে একটা শঙ্কার মধ্যে ছিলেন। সবার দোয়ায় এখন তিনি ভালো ভাল আছেন।’
বাংলাদেশ চলচ্চিত্র পরিবার থেকে এই বিষযে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন পরিচালক শিল্পী সমিতির মহাসচিব পরিচালক মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, ‘গত দুদিন ধরেই তিনি কেবিনে আছেন। গত বুধবার তাঁকে ওয়ার্ডে নেওয়া হয়েছে। আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠছেন। ডাক্তার জানিয়েছেন, তুলনামূলক দ্রুতগতিতেই সেরে উঠছেন তিনি।’
এর আগে চলতি বছরের মাঝামাঝি সময়ে দিতিকে চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল। গত ২৯ জুলাই চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং সেটি সফল হয়। ২০ সেপ্টেম্বর ঢাকায় ফিরলেও মাস না গড়াতেই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর নভেম্বরের শুরুর দিকে দ্বিতীয় দফায় চিকিৎসার জন্য অভিনেত্রী দিতিকে ভারতে নেওয়া হয়। এ সময় পুনরায় অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত অবস্থায় ছিলেন তিনি। তবে সম্প্রতি তাঁর শারীরিক পরিস্থিতির আবারও অবনতি ঘটেছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন