কেমন আছে সানী-মৌসুমী, তারা এখন কথায়!

কেবল পর্দায় তো নয়, বাস্তব জীবনেও জুটি বটে তাঁরা! এখন অবশ্য আগেকার মতো বড় পর্দায় একসঙ্গে কাজ করা হয় না, তবে মাঝেমধ্যে ছোট পর্দায় ঠিকই হাজির হচ্ছেন দুজনে। গত বুধবার থেকে কানাডায় শুরু করেছেন ‘অতীত হারিয়ে খুঁজি’ নামে একটি টেলিফিল্মের শুটিং, জুটি বেঁধে। আগামী রোববার পর্যন্ত চলবে এর কাজ। আফতাব বিন তমিজের রচনায় এই টেলিফিল্ম পরিচালনা করছেন আল হাসেম।
এ বিষয়ে নায়ক ওমর সানী বলেন, ‘আমরা গত বুধবার থেকে টেলিছবির শুটিং করছি। আগামী রোববার শেষ হওয়ার কথা রয়েছে। গল্প আমাদের পছন্দ হয়েছে বলেই কাজটি করছি।’
কোথায় শুটিং করছেন—জানতে চাইলে ওমর সানী বলেন, ‘কানাডার নায়াগ্রা জলপ্রপাত, ফ্লাওয়ার ক্লক, হ্যামিলটন সিটির বিভিন্ন জায়গায় আমরা শুটিং করছি। এখানকার লোকেশন অনেক সুন্দর। আশা করি, দর্শক একটু ভিন্নতা পাবে।’
কবে কোথায় প্রচার হবে—জানতে চাইলে ওমর সানী বলেন, ‘আগামী ঈদে কোনো একটি টেলিভিশন চ্যানেলে এটি প্রচার করা হবে। কোথায় চালানো হবে, এটি এখনো ঠিক করা হয়নি।’
ওমর সানী ও মৌসুমী গত সপ্তাহ থেকে কানাডার টরন্টোতে অবস্থান করছেন। সেখানে ২১ ও ২২ মে ‘রূপায়ণ বাংলাদেশ ফেস্টিভাল-২০১৬’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন তাঁরা।
এদিকে, মৌসুমীর ২৯ মে কানাডা থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে। কারণ, তিনি এসেই তাঁর নতুন ছবির কাজ শুরু করবেন। অন্যদিকে, ওমর সানী কানাডা থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত একমাত্র সন্তান ফারদিন এহসানের কাছে যাবেন বলে জানিয়েছেন। প্রিয় সন্তানের সঙ্গে কিছুদিন কাটানোর পর তিনি ঢাকা ফিরবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন