কেমন কাটছে অভিনেতা আনিসের দিনকাল
কৌতুক অভিনেতা আনিস আগামী বছর ৭৫-এ পা দেবেন। জনপ্রিয় এই অভিনেতা এখন পর্যন্ত চার শতাধিক চলচ্চিত্রে এবং অসংখ্য রেডিও ও টিভি নাটকে অভিনয় করেছেন। টিকাটুলীর অভয় দাস লেনে’র বাসাতেই এখন তিনি প্রায় নিঃসঙ্গ জীবনযাপন করছেন।
স্ত্রী কুলসুম আরা বেগমকে হারিয়েছেন এক বছরেরও বেশি সময় আগে। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। তবে তিনি একাকী থাকলেও সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। আনিস বলেন, ‘কিছুদিন আগেও কোমড়ে প্রবল ব্যথা ছিলো। এখন নেই। চিকিৎসা করিয়ে এখন বেশ ভালো আছি। আমার বাসার পাশেই মসজিদ। আল্লাহর পথেই এখন আসলে সময় চলে যায়। অন্য কোথাও খুব বেশি সময় দেয়া হয়ে উঠে না।
কিছু মানুষ আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে। তাদের সঙ্গেই এখন আমার সার্বক্ষণিক উঠা বসা। আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ।’ অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার স্ত্রী মারা যাবার পর আর অভিনয় করিনি। আপাতত অভিনয় করছি না। তবে আর অভিনয় করবো না এমনটাও নয়। হয়তো করতেও পারি।’ উল্লেখ্য, আনিস প্রথম অভিনয় করেন উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে।
এই চলচ্চিত্রে ‘আহ একটা কথা বুঝনা কেন নানী, ঐ মাইয়া আমাগো ঘরে আইলে কপাল খুইলা যাইবো’ সংলাপটি অভিনয় করেছিলেন তিনি। কিন্তু সে সময় ক্যামেরাম্যান পরিচালককে বললেন, ‘একে কোত্থেকে আনছেন আপনি, না আছে গলা, না আছে চেহারা’। এই কথা শুনে আনিস পালিয়ে আসেন। পরবর্তীতে জিল্লুর রহিমের ‘এইতো জীবন’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে শুরু হয় আনিসের অভিনয় জীবন। এটি ১৯৬৪ সালে মুক্তি পায়।
আনিস একাধারে একজন চলচ্চিত্রাভিনেতা, রেডিও আর্টিস্ট এবং নাট্যাভিনেতা। টিভিতে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কলিম শরাফী। আবার রেডিওতে অভিনয় করার সুযোগ করে দিয়েছিলেন খান আতাউর রহমান। আনিস বলেন, ‘আমার আজকের এই পর্যায়ে আসার পেছনে যাদের ভূমিকা ছিলো তারা হলেন এহতেশাম, মোস্তাফিজ, কাজী জহির, কামাল আহমেদ, আজিজুর রহমান, ই আর খান মামা, উত্তম আকাশ’সহ আরো বেশ কয়েকজন পরিচালকের।
আমি তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ।’ আনিস সর্বশেষ অভিনয় করেছেন উত্তম আকাশ পরিচালিত ‘যেমন জামাই তেমন বউ’ চলচ্চিত্রে। আনিস অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘এই তো জীবন’, ‘পয়সে’, ‘মালা’, ‘জরিনা সুন্দরী’, ‘জংলী মেয়ে’, ‘মধুমালা’, ‘ভানুমতি’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘সূর্য ওঠার আগে’, ‘অধিকার’ ‘অঙ্গার’, ‘বারুদ’, ‘ঘর সংসার’, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ‘ পুরস্কার’ ‘লাল কাজল’, ‘ নির্দোষ’ , ‘সানাই’ , ‘উজান ভাটি’, ‘তালাক’ ইত্যাদি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন