কেমন চলছে নতুন দুই ছবি?

কোনো চলচ্চিত্র আশানুরূপ ব্যবসা করতে না পারায় অনেকেই চলচ্চিত্র ব্যবসা নিয়ে হতাশ। এরই মধ্যে গত শুক্রবার মুক্তি পেয়েছে বিগ বাজেটের দুটি ছবি।
ডিপজল, মাহি ও বাপ্পি অভিনীত ‘অনেক দামে কেনা’ আর শাকিব খান ও জয়া আহসানের ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’।
পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই ছবি দুটি মুক্তি দেওয়া হয়েছে। তবে ব্যবসার কথা চিন্তা করে বড় বাজেটের ছবি সাধারণত ঈদের মৌসুমেও মুক্তি দেওয়া হয়।
নতুন ছবি দুটি কেমন চলছে? ঢাকা শহরের বিভিন্ন হল ঘুরে দেখা গেছে, শুক্র ও শনিবার দুটি ছবিই ভালো ব্যবসা করেছে। কিন্তু রোববার ও সোমবার থেকে কমেছে দর্শক। আর দর্শক ঘাটতির কারণে অলস সময় পার করছে হল কর্তৃপক্ষ।
বিকেলের পরের শোগুলোতে মোটামুটি দর্শক এলেও দিনের বেলায় তেমন কোনো দর্শক হলে আসছে না। আগামী বৃহস্পতি, শুক্র ও শনি এই তিনদিনই ব্যবসায়িকভাবে ভালো যাবে বলে আশা করছে বিভিন্ন হল কর্তৃপক্ষ। বিগ বাজেটের দুই ছবি একসঙ্গে মুক্তি পাওয়ায় সিনেমা হলের জন্য ক্ষতিকর হয়েছে বলেও মনে করেন তাঁরা।
রাজধানীর মিরপুরের এশিয়া সিনেমা হলে চলছে ‘অনেক দামে কেনা’ ছবিটি। হলের সামনের চায়ের দোকানি রমিজ আলী বলেন, ‘শুক্রবার সব ছবিই ভালো ব্যবসা করে, আমরাও কিছু কাস্টমার পাই।
শনিবার মোটামুটি। কিন্তু রোববার থেকে একেবারেই দর্শক কম। আমাদেরও ব্যবসা নাই।’
এশিয়া হলের গেটম্যান গিয়াস বলেন, ‘এখন যে গরম পড়ছে, তাতে হলের ভেতর বসে ছবি দেখবে কেমনে? এর পরও সন্ধ্যার পর হলে দর্শক আসে ভালো। কিন্তু দিনের বেলায় দর্শক কম।’
‘অনেক দামে কেনা’ ছবিটি দেখতে আসা ভ্যানচালক রফিক বলেন, “এর আগে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ছবিটি দেখেছি। অনেক ভালো লেগেছে। আজ আসছি ডিপজলের ‘অনেক দামে কেনা’ ছবিটি দেখতে। শুক্রবার একবার দেখেছি। আজ আবারও আসলাম, কারণ আমি ডিপজলের অনেক ভক্ত। আমার পরিবারও ছবিটি দেখতে চাইছিল কিন্তু যে গরম পড়ছে তাতে পরিবার নিয়ে ছবি দেখা সম্ভব না। হলে সিটের অবস্থা আরো খারাপ।’
নীলক্ষেতের বলাকা হলে রবি-সোমবারও ভালো চলেছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’। এর মধ্যে অধিকাংশ দর্শকই তরুণ।
ছবি দেখতে আসা ঢাকা কলেজের ছাত্র তৌফিক বলেন, ‘ছবির ট্রেইলার দেখেছি, ভালো লেগেছে। আশা করি ছবিটাও ভালো লাগবে। বলাকা হলের পরিবেশটা একটু ভালো। যে কারণে এখানে এসে ছবি দেখতে তেমন কোনো সমস্যা হয় না। তা ছাড়া আমার কয়েকজন বন্ধু ছবিটি দেখে প্রশংসা করেছে। আমি ক্রিকেট খেলা খুব ভালোবাসি। ছবির গল্প ক্রিকেট আর প্রেম নিয়ে। তাই বিষয়টা কী দেখতে হলে আসলাম।’
একই রকম পরিবেশ দেখা যায় ঢাকা ও এর আশপাশের বিভিন্ন সিনেমা হলে। আবার অনেক হল মালিক মনে করেন, বিগ বাজেটের দুই ছবি একসঙ্গে মুক্তি না পেলে আরো ভালো চলত।
কারওয়ান বাজারের পূর্ণিমা হলের ম্যানেজার মোহাম্মদ কাঞ্চন বলেন, ‘বিগ বাজেটের দুটি ছবি একসঙ্গে মুক্তি পাওয়ায় আমাদের ক্ষতি হয়েছে। কারণ দর্শক ভাগাভাগি হয়ে যাচ্ছে। ঢাকার মানুষ শুক্র-শনি দুই দিন ছবি দেখার সময় পায় বাকি দিন সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। শাকিবের যেমন জনপ্রিয়তা আছে আবার ডিপজল বা মাহিরও আলাদা দর্শক আছে। এখন যদি ছবি দুটি আলাদা সময়ে মুক্তি পেত, তাহলে দুটো ছবিই ভালো ব্যবসা করতে পারত।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন