কেমন হলো মোস্তাফিজের প্রত্যাবর্তন?

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মোস্তাফিজুর রহমানের খেলা নিয়ে ছিল শঙ্কা। সব শঙ্কা উড়িয়ে দিয়ে মাঠে নামেন তিনি। বল হাতে শুরুটা দারুণ ছিল কাটার মাস্টারের। তবে শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেননি।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম ৫ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেটও নিয়েছিলেন মোস্তাফিজ। কিন্তু শেষ দিকে খেই হারিয়ে ফেরেন। টম লাথাম ও কলিন মুনরোর ব্যাটিং তাণ্ডবে অনেকটা ব্যাকফুটে চলে যান কাটার মাস্টার।
শুধু মোস্তাফিজই নন, সাকিব-তাসকিন-মাশরাফিদেরও কড়া শাসন করেছেন কিউই ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ১০ ওভারই বল করতে সক্ষম হয়েছেন ইনজুরি কাটিয়ে ফেরা মোস্তাফিজ। ৬২ রান দিয়ে মূল্যবান দুটি উইকেট লাভ করেছেন তিনি। ইকোনোমি রেট-৬.২০!
প্রত্যাবর্তনের ম্যাচের শুরুতে কিউই ব্যাটসম্যানদের যেভাবে চাপে ধরেছিলেন কাটার মাস্টার। তাতে হতে পারতো তার রাজকীয় প্রত্যাবর্তন। কিন্তু বাংলাদেশ দলের ফিল্ডারদের হতাশাজনক ফিল্ডিং ও বোলারদের ব্যর্থতার দিনে কাটার মাস্টারের রাজকীয় সেই প্রত্যাবর্তন হলো না! প্রত্যাবর্তনটা হলো সাদামাটাই।
মজার বিষয়, মোস্তাফিজুর রহমান সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এই নিউজিল্যান্ডের বিপক্ষে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। ৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রত্যাবর্তন হলো সেই কিউই দলের বিপক্ষেই। দুইবারের তারিখেও মিল, ২৬ ডিসেম্বর!
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন