কেরানীগঞ্জের কারাগারে বন্দি স্থানান্তর শুরু, মহাসড়কে নিরাপত্তা জোরদার

দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে নবনির্মিত কারাগারে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আজ শুক্রবার বন্দি স্থানান্তর চলছে। এ উপলক্ষে মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাগারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আজ সকাল ৬টা থেকে বন্দি স্থানান্তর শুরু হয়েছে।
কারাসূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ছয় সহস্রাধিক বন্দিকে আজ ও আগামীকাল একযোগে স্থানান্তর করার কথা রয়েছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারটি পরিত্যক্ত হবে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির বৃহস্পতিবার বলেন, কারাগারের দাপ্তরিক আসবাবপত্র আগেই কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। আজ থেকে তিনি ও কারাধ্যক্ষ নতুন কারাগারে দায়িত্ব পালন করবেন।
কেরানীগঞ্জের নতুন কারাগার ভবন দাঁড়িয়ে আছে ১৯৪ একরের বেশি জমির ওপর। ধারণক্ষমতা পাঁচ হাজার হলেও আট হাজারের মতো বন্দি থাকতে পারবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন