রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কেরানীগঞ্জে ব্যবসায়ী নিখোঁজ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ঢাকার কেরানীগঞ্জের মো. বাছের রনি (৩৪) নামের এক ব্যবসায়ী চারদিন ধরে নিখোঁজ। রনির বাবা আব্দুল বারেক সরদার অভিযোগ করেছেন, ছাত্রলীগ নেতা রুবেল আহমেদ অপহরণ করেছেন বাছের রনিকে। এ ব্যাপারে রুবেলকে আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছেন বারেক সরদার।

রুবেল আহমেদ কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। মামলায় ছাত্রলীগের নেতা ছাড়া আরো বেশ কয়েকজনের নাম দিয়েছেন রনির বাবা বারেক সরদার।

মামলার বিবরণী থেকে জানা যায়, বাছের রনি গত ৩০ আগস্ট শ্বশুরবাড়িতে বেড়াতে যান এরপর ১ সেপ্টেম্বর সকালে তাঁর স্ত্রী রনির বাবা বারেককে ফোন করে জানান, গত ৩১ আগস্ট তাঁর স্বামী বাড়িতে চলে গেছেন কিন্তু এখন ফোন ধরছেন না কেন। তখন থেকেই খোঁজ শুরু হয় রনির। তিনি শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে যাননি, কোথায় আছেন তা কেউ জানে না।

বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়েও রনির কোনো খোঁজ পাওয়া যায়নি।

রনির বাবা অভিযোগ করেছেন, শত্রুতার জের ধরে রুবেল (৩২), হযরত (৩০), বাবু (৩৮) সাগর (২২), নাইমসহ (২৫) অজ্ঞাত আরো বেশ কয়েকজন মারধর করে রনিকে অপহরণ করেছেন।

আব্দুল বারেক সরদার বলেন, ‘আমার ছেলে আজ চারদিন হয় নিখোঁজ। ওরা অপহরণ করে মেরে ফেলেছে আমার ছেলেকে। সে নিজে অনেক কষ্ট করে গার্মেন্টের ব্যবসা আর কুরিয়ার সার্ভিসের দোকান চালাচ্ছিল। স্থানীয় নেতা রুবেলের সাথে তার একটা শত্রুতার কথা আমি এর আগে শুনেছিলাম। এই কারণেই আমার ছেলেকে অপহরণ করে মেরে ফেলতে পারে বলে আমার ধারণা।’

এ ব্যাপারে কেরানীগঞ্জে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস রহমান বলেন, মামলাটির তদন্ত চলছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘নিখোঁজ রনির বাবা থানায় এসে আমাদের কাছে গত ১ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে অভিযোগ করেন। আমরা তাৎক্ষণিকভাবে তাঁর ছেলের সন্ধান করার জন্য বের হই। আমরা অনেক চেষ্টা করেও এখনো কোনো সন্ধান করতে পারিনি। তবে নিখোঁজকে উদ্ধারের অভিযান অব্যাহত আছে।’

প্রধান আসামি রুবেল হোসেন সম্পর্কে এসআই আমিনুল ইসলাম বলেন, ‘রুবেলের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে শুনেছি, রুবেল স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। আমরা মামলায় যুক্ত সবাইকে গ্রেপ্তার করার চেষ্টা করছি।’

চেষ্টা করা হলেও ছাত্রলীগ নেতা রুবেলের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

বারেক সরদার জানিয়েছেন, রনির তিন সন্তান। সন্তান ও স্ত্রী রনির পথ চেয়ে বসে থাকে। নানা রকম শঙ্কা ভর করেছে রনির পরিবারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সকাল থেকে ঢাকায় বৃষ্টি

ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন

রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা

রাজধানীর বনানী ও ভাটারায় পৃথক ঘটনায় দুই নারীর ঝুলন্ত মরদেহবিস্তারিত পড়ুন

সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন,বিস্তারিত পড়ুন

  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিতে কৃষকরা উপকৃত হতে পারবে: কৃষি সচিব
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ
  • কামরাঙ্গীরচরে বিষপান করে পগৃহবধূর আত্মহত্যা
  • মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
  • ভয়ংকর অপকর্মের অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে: ডিবি প্রধান
  • ভোর থেকে সন্ধ্যা, একে একে মারা গেলেন স্বামী-স্ত্রী-ছেলে
  • দুর্ভোগে নগরবাসী টানা বৃষ্টি
  • তিন টাকায় ডিমঃ সস্তার ডিম নিয়ে কাড়াকাড়ি
  • আগুনে পুড়ে সন্তান দগ্ধ, মায়ের মৃত্যু !
  • আসন্ন নির্বাচন ঢাকা-১৪: খালেক পরিবারেই থাকছে ধানের শীষ?