কেরালায় মৃতের সংখ্যা বেড়ে ১১২, আটক ৫
ভারতের কেরালা রাজ্যের কোল্লম জেলার পারাভুরের পুত্তিঙ্গল দেবী মন্দিরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ওই উপাসনালয়ের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। রোববারের ওই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২। আহত হয়েছেন প্রায় ৪শ’ জন। এ ঘটনায় পুলিশ রোববার মন্দিরের পাঁচ কর্মীকে আটক করেছে।
রোববার নববর্ষের উৎসবের সময় আতশবাজি প্রতিযোগিতা চলাকালে মন্দিরে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, মন্দিরে ওই উৎসবকে ঘিরে ১০ থেকে ১৫ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।
এছাড়া আতশবাজি সরবরাহকারী দুই ঠিকাদার ভারকালা কৃষ্ণকুট্টি ও কাজাকুত্তোম সুরেন্দ্রণের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। কৃষ্ণকুট্টি পলাতক রয়েছে এবং আগুনে সুরেন্দ্রণ গুরুতর আহত হয়েছে।
মন্দিরের গুদামঘরে বিনা অনুমতিতে ১৫০ কেজি বাজি মজুতের অভিযোগ উঠেছে সুরেন্দ্রেণের বিরুদ্ধে। আগুন লাগার পর থেকে পলাতক রয়েছেন মন্দিরের ১৫ সদস্যের কমিটির সদস্যরাও। পুলিশ তাদের আটক করার জন্য খুঁজছে।
কোল্লম পুলিশ প্রধান পি. প্রকাশ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ কর্মীকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘এটা কেবল আনুষ্ঠানিক আটক নয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই এ ঘটনার সঙ্গে জড়িতদের নাম বেরিয়ে আসবে। ফলে আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে পারব।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আতশবাজির প্রতিযোগিতার অনুমতি ছিল না মন্দির প্রশাসনের কাছে। অথচ শনিবার সকাল থেকেই এ নিয়ে পুরস্কার ঘোষণা করে ছড়ানো হয় প্রচারপত্র। রোববার ভোর তিনটা শুরু হয় আতশবাজি ফাটানোর প্রতিযোগিতা। এর কিছুক্ষণ পরেই দোতলা ভবনটিতে জড়ো করে রাখা আতশবাজির স্তূপে গিয়ে পড়ে আগুনের আগুনের ফুলকি। মুহূতেই গোটা মন্দির ও মন্দির চত্বরে আগুন ছড়িয়ে পড়ে। মন্দিরের যে ঘরে আতশবাজিগুলো রাখা ছিল সেটি পুরোপুরো ধ্ববংস হয়ে গেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী উম্মেন চান্ডি এ ঘটনার তদন্তের ভার দিয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতিকে। তদন্তে নামছে রাজ্য পুলিশের অপরাধ দমন শাখাও। এর আগে মৃতদের পরিবারের জন্য দশ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন