‘কেলোর কীর্তি’ মুক্তিতে হাইকোর্টের স্থগিতাদেশ

বাংলাদেশে কলকাতার রাজা চন্দের পরিচালনায় কমেডি সিনেমা ‘কেলোর কীর্তি’ ছবিটি মুক্তি পাবার কথা থাকলেও আপাতত তা মুক্তি পাচ্ছে না। আজ মঙ্গলবার ছবিটি বাংলাদেশে প্রদর্শনের ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।
ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
২২ জুলাই বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘কেলোর কীর্তি’ ছবিটি মুক্তি দেওয়ার সব পরিকল্পনা করে রেখেছিল আরাধনা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। হাইকোর্টের স্থগিতাদেশের কারণে আপাতত ছবিটি নিয়ে কোনো ধরনের প্রচারণাও করা যাবে না বলে জানা গেছে।
জানা যায়, এ ছবির বদলে ওপার বাংলায় মুক্তি পাবার কথা ছিল উত্তম আকাশের ‘রাজা ৪২০’ ছবিটি। ১৯ জুন ছবিটি কলকাতায় পাঠানো হয়। কিন্তু ছবি আমদানীর শর্ত অনুযায়ি, রপ্তানী করা ‘রাজা ৪২০’ ছবিটি প্রথমে সেন্সর হয়ে কলকাতায় প্রদর্শন হতে হবে। এরপর একটি ছবির আমদানী করতে পারবেন আমদানীকারক প্রতিষ্ঠান। কিন্তু আমদানীকারক প্রতিষ্ঠান মাত্র পাঁচদিন পরই আমদানীর জন্য ‘কেলোর কীর্তি’ ছবির অর্ডার দেন। তাই আইনসঙ্গত অর্ডার না হওয়ার কারণে আদালত এ ছবির মুক্তি বন্ধ করার আদেশ দেন। ‘কেলোর কীর্তি’ ছবিতে অভিনয় করেছেন দেব, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ, মিমি, সায়ন্তিকা প্রমূখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন