কেয়ারগিভার (ন্যানী) প্রোগ্র্যাম এর মাধ্যমে নার্সদের কানাডায় স্থায়ী হওয়া সুযোগ”
Worldwide Migration Consultants Ltd অত্যন্ত আনন্দের সাথে প্রথমবারের মতো বাংলাদেশে কেয়ারগিভার (ন্যানী)প্রোগ্র্যাম চালু করেছে।যোগ্য কেয়ারগিভারদের শুধুমাত্র কানাডায় স্থায়ী হওয়ার জন্য বিবেচনা করা হবে।চাকুরী ও কাজের অনুমতি পাওয়া যায় বাংলাদেশ থেকেই।
1. যোগ্যতাসমুহ:
• H.S.C বা সমমানের শিক্ষা
• নার্সিং এর উপর 06 মাসের ট্রেনিং বা 01 বছরের কাজের অভিজ্ঞতা
• ইংরেজীতে কথা বলার প্রাথমিক দক্ষতা
• মহিলারা অগ্রাধিকার পাবে।
2. পদ্ধতি সমুহ:
• কানাডার পরিবারগুলো তাদের শিশু, বৃদ্ধ বা অসুস্থ্য মানুষদের দেখাশুনা করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কেয়ারগিভার পেশাজীবীদের নিয়ে থাকে।
• কেয়ারগিভাররা সাধারনত কানাডার পরিবারের সাথে বসবাস করেন।
• স্থায়ী নাগরিকত্ব গ্রহন করা যায় অতি সহজে।
• কানাডায় নিশ্চিত চাকুরী ও কাজ করার অনুমতি পাওয়া যায়।
• প্রতি ঘন্টায় 15 ডলার আয় করার সুযোগ।
3. আবেদন করার প্রক্রিয়া:
• আপনি আপনার বায়ো-ডাটা আমাদের প্রতিষ্ঠানে দিয়ে প্রাথমিক রেজিষ্ট্রেশন করে রাখুন।
• চাকুরীদাতার সাথে যোগাযোগ করে চাকুরীর ব্যবস্থা ও কাজের অনুমতি আনা এবং ভিসা প্রসেস এর কাজ করার দায়িত্ব আমাদের।
কেয়ারগিভার প্রোগ্র্যাম সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ ও সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরামের বর্তমান সভাপতি ড. শেখ সালাহউদ্দিন আহমেদ (রাজু) এর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন- এটি দক্ষ বা সেমি দক্ষ নার্সদেরদের জন্য দারুন সুযোগ বয়ে এনেছে।উচ্চ বেতন, সামাজিক মর্যাদা, নিরাপত্তা তথা স্থায়ী নাগরিক হবার সুযোগ থাকায় প্রোগ্রামটি অত্যন্ত আকর্ষনীয়। অভিজ্ঞ ইমিগ্র্যান্ট এক্সপার্টের সহায়তা নিলে ০৬ মাসের মধ্যে চাকুরীসহ কানাডায় যাওয়া সম্ভব।
এই বিষয়ে আরো তথ্য জানতে আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক আইনজীবী, ওয়ার্ল্ডওয়াইড মাইগ্রেশন কনসালট্যান্টস লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শেখ সালাহউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠাতে পারেন এই ই-মেইল ঠিকানায় [email protected] এ ছাড়া যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ভাইবারে +60143300639 নম্বরে। এ ছাড়া ভিজিট করতে পারেন www.wwbmc.com. ওয়েবসাইটে।
ঢাকার উত্তরায় ৭ নম্বর সেক্টরের ৫১ সোনারগাঁও জনপথে অবস্থিত খান টাওয়ারে ওয়ার্ল্ডওয়াইড মাইগ্রেশন লিমিটেডের অফিসেও খোঁজ নিতে পারেন। ফোনে প্রাথমিক তথ্যর জন্য কথা বলতে পারেন
01966041555, 01966041999, 01966041888, 01966041333
এই সংক্রান্ত আরো সংবাদ
যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন
ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন
বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব
চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন