কে এই ‘জঙ্গি’ আবু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সন্দেহভাজন জঙ্গিদের এক আস্তানা ঘেরাও করে রেখে অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে বুধবার ভোরে উপজেলার শিবনগর-ত্রিমোহনী গ্রামের সাইদুর রহমান ওরফে জেন্টু বিশ্বাসের বাড়িটি ঘিরে ফেলে পুলিশ।
পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম জানান, ঘেরাও করার পর ভেতর থেকে পুলিশের দিকে গুলি ছোড়া হয়। জবাবে পুলিশও গুলি করেছে। ওই বাড়িতে রফিকুল আলম আবু (৩০) নামে এক জঙ্গি ও তার স্ত্রী-সন্তানসহ চারজন থাকতে পারে বলে আমাদের কাছে প্রাথমিক তথ্য আছে।
তিনি আরও বলেন, মাইকে তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে। আশপাশের চারটি বাড়ির লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
বাড়িটির আশপাশে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদেরও নিরাপদ দূরত্বে (২০০ গজ দূরে) থাকতে বলা হয়েছে।
পুলিশ বাড়িটি ঘিরে ফেলার পর সবার মনে প্রশ্ন জাগে, ওই বাড়িতে অবস্থান করা জঙ্গি আবু কে? কী তার পরিচয়? কোথায় ছিলেন কিংবা কোথায় থেকে আসলেন।
এসব বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আবু শিবগঞ্জ উপজেলারই চাচরা গ্রামের দিনমজুর আফসার আলীর ছেলে।
এ বিষয়ে আবুর মা গৃহিণী ফুলছানা বেগম বলেন, আবু প্রায় ৯ বছর আগে বিয়ের পর থেকে একই উপজেলার আব্বাস বাজারে শ্বশুরবাড়িতে থাকতো। মাস তিনেক আগে জেন্টুর ওই বাড়িতে ওঠে। আবুর পেশা বা জীবন-যাপন সম্পর্কে কিছু জানি না আমি।
আবুর মা আরও জানান, শুরুতে আবু চাচরা গ্রামের মাদরাসায় পড়াশোনা করেন। তবে কোন শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
আবু দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। বোনের বিয়ে হয়েছে। আর ছোট ভাই আবদুস সবুর রাজমিস্ত্রির কাজ করেন। আবুর আট ও ছয় বছরের দুটি মেয়ে রয়েছে বলেও জানান তার মা।
এই সংক্রান্ত আরো সংবাদ
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন













