কে এই বান্টি মীর?
প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী, নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে হুমকি দেওয়া হচ্ছে। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করা হচ্ছে। হুমকি-ধামকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এমন অভিযোগ এনে বান্টি মীর নামক এক ব্যক্তির বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেছেন শাওন।
কিন্তু কে এই বান্টি মীর? তিনি কেন শাওনের প্রচার করছেন?
জানা যায়, আমেরিকা প্রবাসী বাংলাদেশি বান্টি মীরে বাসস্থান ঢাকার শুক্রাবাদ বা ফার্মগেট এলাকার কোথাও। তবে ফেসবুকে তার বসবাসের জায়গা হিসেবে অবশ্য নিউইয়র্কের কথা আছে। তিনি কাজ করেন ইয়াম ব্র্যান্ড নামে একটি প্রতিষ্ঠানে। এর আগে কাজ করেছেন পপিজ লুসিয়ানা কিচেন ও নকশী কাঁথা কমিউনিকেশনে। তিনি পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব দিল্লিতে এবং নিউইয়র্কের স্কুল অব ভিজ্যুয়াল আর্টে।
অভিযুক্ত বান্টি ফেসবুকে অনেক সক্রিয়। তার বন্ধুসংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি। ফেসবুকে তাকে অনুসরণ করে ৩০ হাজার ৩০০ জনের বেশি মানুষ।
বান্টি ফেসবুকে বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে মন্তব্য করেন। নিয়মিত লাইভ ভিডিওতে আসেন। রাস্তায় ড্রাইভারদের অনিয়ম নিয়ে তিনি তেড়ে উঠেছেন- এমন ভিডিও তার ফেসবুক ওয়ালে আছে। ঢাকা সিটি করপোরেশন থেকে ঢাকার বিভিন্ন জায়গায় মিনি ডাস্টবিন বসানো হলে, তা নিয়েও তিনি লাইভে কথা বলেছেন। মূলত বিতর্কিত কথা বলেই তিনি ফেসবুকে আলোচনায় আসেন। ফেসবুকে বান্টির ছবির অ্যালবামে দেখা যায়, দেশের বিনোদন ও ক্রীড়া জগতের বিভিন্ন তারকার সঙ্গে তার ছবি আছে।
গত ১৯ ফেব্রুয়ারি বান্টি মোস্তফা সরয়ার ফারুকীর একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেছেন। যেখানে ফারুকী লিখেছিলেন যে, ‘ভাই ও বোনেরা, আমাদের ছবির উপর কোনো স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয় নাই।…’
খোঁজ নিয়ে জানা যায়, গত কিছুদিন দিন ধরে বান্টি মীর ফেসবুকে শাওন ও তার মায়ের সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করছিলেন। এমনকি ফেসবুক লাইভ ভিডিওর মাধ্যমেও তিনি আজেবাজে কথা বলেছেন। শাওনের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছেন বান্টি মীর।
উল্লেখ্য, মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’ ছবির মুক্তির বিষয়ে আপত্তি তুলে সেন্সর বোর্ডে চিঠি দিয়েছেন শাওন। এ বিষয়টি যে বান্টির পছন্দ হয়নি, তা তার ফেসবুকের ওয়াল দেখে আঁচ করা যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন