কে হচ্ছেন আগামী প্রজন্মের নেতা?
বঙ্গবন্ধু পরিবার থেকে কে হচ্ছেন পরবর্তী নেতা। এ আলোচনা মূলত শুরু হয়েছে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে ঘিরে। সর্বত্রই আলোচনা চলছে এবারের কমিটিতে শেখ হাসিনা ছাড়া পরিবারটির হতে অন্য কে আসছেন। রাজনীতি সচেতন মানুষের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। কেউ কেউ ভাবছেন এবার শেখ রেহানা আসছেন গুরুত্বপূর্ণ পদে। কেউ ভাবছেন তৃতীয় প্রজন্মের উত্তরাধিকারী সজীব ওয়াজেদ জয়কে ঘিরে। এমনকি শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিকী ববিকে ঘিরেও আলোচনা ছড়াচ্ছে। আলোচনা আরো জমে উঠেছে শেখ রেহানা ও জয়ের কাউন্সিলর হওয়াকে কেন্দ্র করে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দুই জনই নেতৃত্বে নতুন প্রজন্ম আসবেন এমন ইঙ্গিত দেওয়ায় বঙ্গবন্ধু পরিবারের প্রতি সবার দৃষ্টি।
এ প্রসঙ্গে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুর পরিবার থেকে কারা নতুন কমিটিতে আসছেন এ নিয়ে আলোচনা শুনতে পারছি। আমিও বেশ কিছু নেতাকর্মীর প্রশ্নের মুখোমুখি হয়েছি। তারাও জানতে চেয়েছে বঙ্গবন্ধুর পরিবারের অন্য কেউ দলের দায়িত্বে আসছেন কিনা। আসলে এটি পুরোপুরি আমাদের নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আর তা জানা যাবে ২৩ অক্টোবর রোববার জাতীয় সম্মেলন শুরু হওয়ার পরেই।
এদিকে, সায়মা ওয়াজেদ পুতুল ও রেদওয়ান সিদ্দিকী ববিকে কাউন্সিলর করা হলে এ দুইজনকে ঘিরেও আলোচনার ডালপালা গজায়। তবে গত বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় পুতুল ও ববিকে কাউন্সিলর তালিকা থেকে বাদ দেওয়ায় এ দুই জনকে নিয়ে আলোচনা স্তিমিত হয়ে যায়। অন্যদিকে, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয় এবারই প্রথম কাউন্সিলর হলেন। তারা আগামী ২২ ও ২৩ অক্টোবর দলের জাতীয় সম্মেলনে নেতা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এ আলোচনা আরো যে কারণে সব কিছু ছাপিয়ে উঠে তা হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে না থাকার আগ্রহ প্রকাশ। সম্প্রতি দুটি অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলে তিনি খুশী হবেন। তিনি এও বলেন, ৩৫ বছর নেতৃত্ব দিয়েছি আর কত? দলীয় সভাপতির এ বক্তব্যকে এখন বিভিন্ন মহল মনে করছেন বঙ্গবন্ধু পরিবারের দ্বিতীয় প্রজন্মের শেখ রেহানা অথবা তৃতীয় প্রজন্মের সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আসার ইঙ্গিত হিসেবে। দলের সব পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন, শেখ হাসিনার পরে বঙ্গবন্ধু পরিবারের অন্য কারো নেতৃত্বে আসতে হলে উৎকৃষ্ট সময় এখনই।
বিশ্লেষকরা মনে করছেন, বয়সজনিত কারণেই শেখ হাসিনার পক্ষে আসন্ন মেয়াদের পরে আবারও দলকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ নেওয়া বেশ কঠিন হয়ে উঠতে পারে। তখন তার জায়গায় পরিবারটির মধ্য থেকে কাউকে আসতে হলে তারও তৈরি হতে কিছুটা সময় লাগবে। সেদিক থেকে শেখ হাসিনা নেতৃত্বে থাকাবস্থাতেই তারা তৈরি হতে পারবেন। দরকারি দিক নির্দেশনাও পাবেন তার কাছ থেকে।মাঠ পর্যায়ের নেতা-কর্মী এবং সাধারণ জনগণের সঙ্গে সম্পর্ক তৈরির জন্যও নতুন কারও কিছুটা সময় প্রয়োজন।এসব কিছু বিবেচনায় নিয়ে এবারই নেতা হচ্ছেন বঙ্গবন্ধু
পরিবারের কেউ—এটা অনেকটাই নিশ্চিত বলে ধরে নিচ্ছেন অনেকেই। যদিও যাদের নামে এত আলোচনা তারা কেউই প্রকাশ্যে বা আকার ইঙ্গিতে
এমন কিছুই বলেননি। এ বিষয়ে এখনও মুখ খোলেননি স্বয়ং দলীয় সভাপতি শেখ হাসিনাও।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন