কে হবেন মহিষাসুরমর্দিনী কোন চ্যানেলে ?

পুজোর কাউন্টডাউন তো শুরু হয়ে গিয়েছেই। পাশাপাশি শুরু হয়েছে ‘মহালয়া’-র কাউন্টডাউন। পিতৃপক্ষের এই শেষ দিনটি একটা সময় শুধুই গুরুত্ব পেত পূর্বপুরুষের তর্পণের জন্য। যে বছর থেকে বাণী কুমার-পঙ্কজ মল্লিকের সৃষ্টি ‘মহিষাসুরমর্দিনী’ আকাশবাণীতে সম্প্রচারিত হল সেইদিন থেকে বাঙালি নতুন চোখে দেখতে শুরু করল মহালয়ার এই পুণ্যতিথিকে। পিতৃপক্ষের এই শেষদিনের পরের দিনই দেবীপক্ষের প্রথম দিন অর্থাৎ মহালয়া থেকেই শুরু দেবীর আগমনী।
একটা সময় পর্যন্ত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র-হেমন্ত মুখোপাধ্যায়-সন্ধ্যা মুখোপাধ্যায়ের বেতার ‘মহিষাসুরমর্দিনী’ই ছিল একমাত্র মহালয়া অনুষ্ঠান। পরবর্তীকালে শুরু হল ডিডি বাংলার নিজস্ব সম্প্রচার। বাংলা টেলিভিশনে যতই বাড়তে থাকল চ্যানেল সংখ্যা, ততই প্রতিযোগিতার অপর নাম হয়ে উঠল ‘মহিষাসুরমর্দিনী’। কোন চ্যানেলে কে দুর্গা, কে-ই বা মা চণ্ডী, তিনি নাচেন ভাল নাকি তাঁর ‘সেলিব্রিটি’ স্টেটাসের গুণেই তিনি এই চান্সটি পেলেন, সেই নিয়ে পাড়ায় পাড়ায় জল্পনাও শুরু হল।
চ্যানেলে চ্যানেলে প্রতিযোগিতায় ক্রমশ যেন হারিয়ে গিয়েছে ‘মহিষাসুরমর্দিনী’-র গাম্ভীর্য। তবু এই নিয়ে উৎসাহের কিছু অন্ত নেই। স্টার জলসা, জি বাংলা এবং কালার্স বাংলা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রোমো-টিজারের মাধ্যমে জানিয়েছে মা দুর্গার নানা রূপে দেখা যাবে কাদের। কালার্স বাংলার অনুষ্ঠানে দেখা যাবে ওই চ্যানেলেরই ‘মা দুর্গা’ অর্থাৎ পায়েল দে-কে। স্টার জলসায় মা চণ্ডীর ভূমিকায় থাকবেন প্রিয়ঙ্কা সরকার এবং জি বাংলায় মহিষাসুরমর্দিনী হবেন ইন্দ্রাণী হালদার। দেখুন স্টার জলসার অনুষ্ঠানের প্রোমো—
https://youtu.be/UjJm8E-R1zA
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন