কোকাকোলার উৎপাদন বন্ধ

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাতে চিনি সংকটের কারণে কোমল পানীয় কোকাকোলার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কোকাকোলা কর্তৃপক্ষ জানিয়েছে, ভেনেজুয়েলাতে তাদের সরবরাহকারীরা জানিয়েছে যে তারা আপাতত কোন কাঁচামালের জোগান দিতে পারবে না।
দেশটিতে ক্রমবর্ধমান খাদ্য এবং জ্বালানী সংকটের প্রেক্ষাপটে কোকাকোলার উৎপাদন বন্ধ হয়ে গেল। তেলের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় ভেনেজুয়েলার অর্থনীতিতে এক ধরনের ধস নেমেছে।
কর্তৃপক্ষ আরো জানায়, তারা আপাতত চিনি ছাড়া কোক অর্থাৎ শুধু ডায়েট কোক উৎপাদন করবে। এই অবস্থা দ্রুত কাটিয়ে উঠার জন্য কোকাকোলা কর্তৃপক্ষ ভেনেজুয়েলার সরকার এবং কাঁচামাল সরবরাহকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে উৎপাদন খরচ বেড়ে যাওয়া, সারের সংকট এবং মূল্য নিয়ন্ত্রণের কারণে ভেনেজুয়েলাতে আখের উৎপাদন কমে গেছে। সেজন্য অনেক উৎপাদনকারী আখ চাষ বাদ দিয়ে ভিন্ন কোন শস্য উৎপাদনে মনোযোগ দিয়েছে যার মাধ্যমে তারা বেশি মুনাফা করতে পারে।
দেশটিতে অর্থনৈতিক সংকটের কারণে বহু মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের জন্য দোকানগুলোর বাইরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে।
২০১৬ সালে ভেনেজুয়েলার অর্থনীতি আট শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে বলে মনে করা হচ্ছে।সূত্র: বিবিসি বাংলা
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন