শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোকাকোলা দিয়ে এই ১০টি কাজ করতে পারবেন আপনিও

সবার কাছে কোকাকোলা গরমে আরাম দেয় এমন এক পানীয়৷ কিন্তু কোকাকোলা যে আপনাকে অন্তত ১০ রকমের কাজে সাহায্য করতে পারে, তা কি জানেন? তাহলে আসুন এই কোকাকোলা কি কি কাজে আসে তা জেনে নিই?

১। থালাবাসন ধোয়ায় কোকাকোলা : রান্নাঘরে থালাবাসন পরিষ্কার করতে গিয়ে দেখলেন সাবান নেই৷ কী করবেন তখন? ঘরে কোকাকোলা থাকলে তা দিয়ে ভিজিয়েই ধুয়ে ফেলতে পারেন সব থালাবাসন৷ কড়াই বা হাঁড়িতে অনেক তেল-চর্বি জমেছে? কোকাকোলা ঢেলে কিছুক্ষণ গরম করুন, তারপর ঘষে ঘষে ধুয়ে নিন, দেখবেন কড়াই বা হাড়িটা কেমন চকচক করছে!

২। কাপড়ের দাগ নিমেষে উধাও : কাপড়ের দাগও দূর করতে পারে কোকাকোলা৷ রক্ত বা তেলের দাগ হলে অল্প কিছুক্ষণ কোকাকোলা দিয়ে কাপড়টা ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে নিলেই দাগ চলে যাবে৷ তবে সাদা বা হাল্কা রঙের কাপড়ে কোকাকোলা ব্যবহার না করাই ভালো, কেননা, কোকোকোলার নিজস্ব রং-ও আছে এবং সেই রং কাপড়ের প্রকৃত রং-কে কিছুটা বদলে দিতে পারে।

৩। রান্নায় কোকাকোলা : হ্যাঁ, রান্নাতেও কোকাকোলা ব্যবহার করা যায়৷ বিশেষ করে সয়া সস জাতীয় কিছু ব্যবহার করতে হয় এমন খাবারে সসের পরিবর্তে কোকাকোলা দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে।

৪। পোকামাকড় দূরে রাখতে : বাইরে খাবারের গন্ধ পেলেই মাছি এসে ভন ভন করতে শুরু করে৷ খাবারে মাছি বসলে সেই খাবার খেতে কার ভালো লাগে! হাতের কাছে কোকাকোলা থাকলে এমন সমস্যায় পড়তে হবে না৷ একটা কাপে কোকাকোলা নিয়ে কাপটা একটু দূরে রেখে দিন, দেখবেন রান্না করা খাবার ছেড়ে সব মাছি ওই কোকাকোলার কাপে গিয়ে বসছে।

৫। গাড়ির কাঁচ ঝকঝকে করে কোকাকোলা : গাড়ির কাঁচ ময়লা হলে এক টুকরো কাপড় কোকাকোলায় ভিজিয়ে সেই কাপড় দিয়ে কাঁচটা মুছে ফেলুন৷ কাঁচ পরিষ্কার হয়ে যাবে৷

৬। মরচেও তুলতে পারে কোকাকোলা : লোহার মরচেও তুলতে পারে কোকাকোলা৷ মরচে ধরা জায়গাটা কোকাকোলায় কিছুক্ষণ ভিজিয়ে রেখে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সেই জায়গাটা ভালো করে ঘষে দেখুন মরচে আর থাকে কিনা।

৭। ঘরের মেঝে পরিষ্কার করে কোকাকোলা : তেল পড়লে ঘরের মেঝে ভীষণ নোংরা দেখায়৷ বিশেষ করে গাড়ির গ্যারেজে তো প্রায়ই তেল পড়ে, পরিষ্কার করতে গিয়ে গলদঘর্মও হতে হয়৷ এমন হলে মেঝেতে কোকাকোলা ঢেলে কয়েক ঘণ্টা রেখে দিন৷ তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন৷ ঘরের টাইলস পরিষ্কার করাতেও কোকাকোলার জুড়ি মেলা ভার।

৮। চুল রং করা : পানিতে ভিজানো চুলে কোকাকোলা ঢেলে কিছুক্ষণ বসে থাকুন৷ তারপর আয়নায় দেখুন, কোকাকোলার সোডা চুলে কেমন লাল ধরণের একটা আভা এনেছে৷ তবে কোকাকোলার রং স্বাভাবিকভাবেই পাকা হয় না, সাবানে একটু ধুয়ে নিলেই সে রং চলে যায়।

৯। টয়লেট পরিষ্কার করে কোকাকোলা : টয়লেট পরিষ্কার করার কাজেও কোকাকোলা দারুণ৷ কমোডে কোকাকোলা ঢেলে দিয়ে কিছুক্ষণ রেখে দিন৷ তারপর ব্রাশ দিয়ে ঘষে দেখুন হারপিকের চেয়ে কোকাকোলা কম কিসে!

১০ । গাছের উপকারে কোকাকোলা : গাছের ফলন বৃদ্ধিতেও সহায়তা করে কোকাকোলা৷ দেখা গেছে, এক ধরণের ফুল গাছের গোড়ায় মাঝে মাঝে কোকাকোলা ঢেলে দিলে সেই গাছে আরো বেশি ফুল হয়।

১১। তবে কোকাকোলার ক্ষতিও অনেক : ভুলবেন না গরমে কোকাকোলা যত ভালোই লাগুক, ঘরে যত রকম কাজেই ব্যবহার করা যাক না কেন, কোকাকোলা কিন্তু শরীরে ক্ষতিও করে৷ কোকাকোলা বেশি পান করলে ডায়াবেটিস হতে পারে৷ এছাড়া চোখের সমস্যা, দাঁতের সমস্যা, মাথা ঘোরা, স্মৃতিশক্তি লোপ পাওয়া – এ সবও হতে পারে কোকাকোলার কারণে।

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

ধনিয়া পাতার উপকারি গুণ

চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন

  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়