কোচকে জবাব দিলেন সাকিব-মিরাজরা
টেস্টে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য কি বাংলাদেশের আছে? এ প্রশ্ন বেশ ভালোমতোই উঠেছিল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে। এমনকি কোচ চন্ডিকা হাথুরুসিংহেও প্রশ্ন তুলেছিলেন বোলারদের সামর্থ্য নিয়ে। তবে দুর্দান্ত বোলিং করে কোচের আশঙ্কা মিথ্যা প্রমাণিত করেছেন সাকিব-মিরাজরা। দেখিয়ে দিয়েছেন যে শুধু ২০ উইকেটই না, এক সেশনে প্রতিপক্ষের ১০ উইকেট নেওয়ার সামর্থ্যও বাংলাদেশের হয়ে গেছে।
হাথুরুসিংহে অবশ্য এখন বলতেই পারেন, ‘আমি তো আগে মিরাজকে দেখিনি!’ সদ্যই ১৯ বছরে পা রাখা মেহেদি হাসান মিরাজই আসলে গড়ে দিয়েছেন পার্থক্যটা। দুই টেস্ট মিলিয়ে ইংল্যান্ডের মোট ৪০টি উইকেটের ১৯টিই গেছে মিরাজের ঝুলিতে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইতিহাসগড়া জয়ের নায়কও এই ডানহাতি অফস্পিনার। দুই ম্যাচের অভিষেক সিরিজে ১৯ উইকেট নিয়ে বেশ কয়েকটি নতুন রেকর্ডও গড়েছেন মিরাজ। জিতে নিয়েছেন সিরিজসেরার পুরস্কার। মিরাজ যে এভাবে জ্বলে উঠবেন, সেটা সত্যিই কারো কল্পনায় ছিল না। অধিনায়ক মুশফিকুর রহিমও সেটা স্বীকার করেছেন। ফলে কোচ হাথুরুসিংহে মিরাজকে আগে না দেখার দোহাই দিতেই পারেন।
মিরাজের সঙ্গে স্বভাবসুলভ ভঙ্গিতে জ্বলে উঠেছিলেন বাংলাদেশের সেরা বোলার সাকিব আল হাসানও। দুই টেস্টে সাকিব পেয়েছেন ১২ উইকেট। আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের ঝুলিতে গেছে সাত উইকেট। দুই টেস্টের সিরিজে মাত্র একটি উইকেট পেয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি।
ওয়ানডে ক্রিকেটে সব বড় দলকে হারানোর সামর্থ্য যে বাংলাদেশের আছে, সেটা গত বছরই প্রমাণ করেছেন মাশরাফি-সাকিবরা। এবার টেস্ট ক্রিকেটেও নিজেদের নতুনভাবে চেনানো শুরু করেছে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেই হয়তো শুরু হলো বাংলাদেশের নতুন পথচলা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন